FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Dont Copy if You cant Paste

Dont Copy if You cant Paste

এক বক্তৃতা সভায়, সমঝদার এক বক্তা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন....
.
- এত বছর পরে, লোকানোর আর কিছুই নেই। আমি জীবনের
সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার
স্ত্রী নয়!
.
বলেই বক্তা চুপ !!
.
উপস্থিত দর্শকরাও হতভম্ব!
.
দীর্ঘ নীরবতা ভঙ্গ করে বক্তা বলে উঠলেন,
- সেই নারী ছিলেন আমার মা।
.
এই অভূতপূর্ব ব্যাখ্যা শুনে সারা হল হাততালিতে ফেটে পড়ল। আমার
চোখ দিয়েও জল বেরিয়ে এল। আহা! অনুপ্রাণিত হলাম।
.
বাড়ি ফিরে গ্লাস নিয়ে বসলাম। চার পেগ খাবার পর কথাগুলো মনে পড়ল।
ভাবলাম, বউকে চমকে দেবার এর থেকে ভালো সুযোগ আর হবে
না! বউ জানুক আমিও সমঝদার হনু!
রান্নাঘরে গেলাম টলায়মান। আমাকে ঢুকতে দেখে গলদঘর্ম
শ্রীমতী একবার তাকালো। কোনোরকম ভণিতা না করে বলে
উঠলাম,
- এত বছর পরে, লোকানোর আর কিছুই নেই। আমি জীবনের
সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার
স্ত্রী নয়!
.
পরের লাইনটা আর মনে পড়ল না তো মনেই পড়ল না। নেশা চড়ে
গেছিল। বউ দেখলাম স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। ঘাবড়ে গিয়ে
বিড়বিড় করলাম, আমার ঠিক মনে পড়ছে না নারীটা কে ছিলো!
.
পরের দিন হাসপাতালের বেডে হুঁশ ফিরেছিল। সারা গায়ে ব্যান্ডেজ।
বেলন দিয়ে মারের চোটে হাত, পা, চোয়াল ভেঙে গেছিলো।
গরম ডাল পড়ে মাথার চুল উঠে গেছিলো। প্রাণে যে বেঁচে গেছি,
এই অনেক।
.
শিক্ষা পেলাম : Don't copy if you can't paste... PROPERLY. :xd:

*




11 Comments 798 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024