FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

সিলেট বাংলাদেশ থাকি আলাদা ওই গেলে!!!

সিলেট বাংলাদেশ থাকি আলাদা ওই গেলে!!!

সিলেট বাংলাদেশ থাকি আলাদা ওই গেলে!!!

*সিলেট একটি দেশের নাম*
ইউনাইটেড স্টেট অব সিলেট (USS)

১) সিলেট একটি আলাদা দেশ।
২) সিলেটের রাজধানী অইলো জিন্দাবাজার।
৩) গ্যাস, চা ফাতা আর ফাত্তরর একক সাম্রাজ্য। ৪) সিলেটের জাতীয় বন রাতারগুল।
৫) সমূদ্রসৈকত লালাখাল।
৬) ন্যাশনাল ভাষা সিলেটি।
৭) সিলেটি মূদ্রা অইলো টেখা।
৮) সমূদ্রবন্দর অইল খালিঘাট।
৯) জাতীয় পাখি অইল 'জালালি কবুতর'।
১০) সিলেটের জাতীয়তা সিলেটী ।
১১) 'ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ' অইল BUET.
১২) সিলেট অডিটোরিয়াম অইল সিলেট সংসদ ভবন।
১৩) সিলেটে মোট চারটা প্রদেশ।
১. সিলেট ২. মৌলভীবাজার ৩. হবিগঞ্জ আর ৪. সুনামগঞ্জ।
আর সব উপজেলা অইল এখেখটা জেলা।
১৪) জাতীয় ফল গুয়া (সুপারি)।
১৫) জাতীয় মসজিদ অইল কোর্টপয়েন্ট জামে মসজিদ।
১৬) সিলেটী টাকার মান: ১ টেখা= ১২০ টাকা (১ পাউন্ড)
১৭) অগ্রগামী অইল মহিলা কলেজ__ সিলেট মহিলা ইউনিভার্সিটি।
১৮) পাইলট স্কুল অইল International ইউনিভার্সিটি।
১৯) সিলেট কোনো চিড়িয়াখানা নাই। তবে শ্রীমঙ্গল এখটা আছে। খারণ সিলেটি অখলর বুকর ফাটা বেশি। তারা বনো গিয়া বিনা ডরে সব পশু-পাখি দেকিয়া আইব।
২০) জাতীয় জাদুঘর অইল এম. এ. জি. আতাউল গণী উসমানী জাদুঘর, দয়ামী

*




5 Comments 889 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024