FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

বিরাট কোহলি সম্পর্কে অবাক করা ১৪টি তথ্য!

বিরাট কোহলি সম্পর্কে অবাক করা ১৪টি তথ্য!

ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সম্পর্কে দেওয়া রইল ১৬টি তথ্য সৌজন্যে ভারতীয় মিডিয়া এইবেলা।

১. ২০০৬ সালে রঞ্জিতে অভিষেক ঘটে বিরাটের। কর্নাটকের বিরুদ্ধে দিল্লির হয়ে ম্যাচের আগে তার বাবা মারা যান। অথচ, বিরাট তাতে থামেননি। খেলেছিলেন সেই ম্যাচ। ওই ম্যাচে ৯০ রান করেন।

২. আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুততম ২০টি সেঞ্চুরির নজির রয়েছে বিরাটের। মাত্র ১৩৩টি ইনিংসে এই সেঞ্চুরি করেন তিনি। এ ক্ষেত্রে তিনি ভাঙেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দ্রুততম ১৫টি সেঞ্চুরির রেকর্ডের মালিকও তিনি।

৩. ভারতীয় দলের ড্রেসিং রুমে তার নাম ‘‘চিকু’’।

৪. শচিন, সৌরভ এবং ধোনির পরে বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি পরপর তিনটি ক্যালেন্ডার ইয়ারে একদিনের ক্রিকেটে ১,০০০-এরও বেশি রান করেছেন।

৫. একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০, ৩০০০, ৪০০০ এবং ৫০০০ রানের রেকর্ড রয়েছে চিকুর। ৫০০০ রানের ক্ষেত্রে রেকর্ডটি তিনি ভিভ রিচার্ডসের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

৬. ২০১২ সালে বিশ্বের সেরা ১০ ‘‘ড্রেসড মেন’’-এর তালিকায় ছিলেন বিরাট।

৭. ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।

৮. শেখর ধাওয়ানের মতো বিরাট কোহলিও ট্যাটু-প্রিয়। ।

৯. বিশ্বকাপে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকানোর নজির রয়েছে। ভারতীয়দের মধ্যে একমাত্র।

১০. ২০১২ সালে টেস্ট এবং একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

১১. ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে বিরাটের।

১২. একসময়ে সেকেন্ড মোস্ট মার্কেটেব্‌ল অ্যাথলিট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিরাট।

১৩. কোহলির খেলা দেখে ভিভ রিচার্ডস বলেছিলেন, ‘‘ছেলেটা অনেকটা আমার মতো খেলে।’’

১৪. কোহলির মধ্যে মার্টিন ক্রো শচিনের অবিশ্বাস্য ‘রেঞ্জ’, শেওবাগের ‘অডাসিটি’ এবং রাহুল দ্রাবিড়ের ‘ইন্টেনসিটি’ দেখেছিলেন। সৌরভের ‘অ্যাগ্রেশন’টা নিশ্চয়ই জুড়ে দেওয়া যায় এর সঙ্গে.!!

*




0 Comments 910 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024