FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

শিক্ষণীয় ঘটনা

শিক্ষণীয় ঘটনা

*

শিক্ষনীয় ঘটনাঃ
°°°°°°°°°°°°°°°°°
দানশীল বাদশাহের দরবারে এক ভিক্ষুক এসে
হাজির.................!!
ভিক্ষুক বললোঃ বাদশাহ্ কোথায়, বাদশাহ্
কোথায়............??
শাহী কর্মচারী বললোঃ বাদশাহ্ শাহী ইবাদাতখানায়,
আপনি অপেক্ষা করুন.............!!
ভিক্ষুক দীর্ঘক্ষণ অপেক্ষায় রইলো, তারপরও
বাদশাহ্ ইবাদাতখানা থেকে আসেননি...........!!
অবশেষে ভিক্ষুক নিজেই শাহী ইবাদাতখানায় চলে
গেল..............!!
ওখানে গিয়ে দেখলো, বাদশাহ্ আল্লাহ্ তায়ালার
দরবারে দুয়ায় মশগুল, বাদশাহ্ ভিক্ষুকের মতো কাকুতি
মিনতি করিতেছিলেন...............!!
বাদশাহ্ সকল সমস্যাগুলোর কথা আল্লাহ্ তায়ালার
দরবারে পেশ করে কেদে কেদে ভিক্ষুকের
মতো চাইতেই ছিলেন...............!!
ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবুও বাদশাহের
চাওয়াগুলো শেষ হচ্ছেনা, একটার পর একটা
চাইতেই
ছিলেন...............!!
এই দৃশ্য দেখে ভিক্ষুক ভাবতে লাগলো, আমি
সামান্য কিছু অর্থের আশায় যাহার দরবারে এসে ছিলাম,
{{"সেতো দেখছি আমার চেয়েও বড় ভিক্ষুক"}}
হায় আফসোস, আমিতো এতদিন মানুষের দুয়ারের
ভিক্ষুক হয়ে অনেক বড় ভুল করে ফেলেছি,
আর
সেই ভুল করবোনা, এখন থেকে আমিও ঐ
দরবারের ভিক্ষুক হয়ে গেলাম, যেই দরবারে
দুনিয়ার
বাদশারা পর্যন্ত ভিক্ষুক..................!!
এই কথা চিন্তা করে ভিক্ষুক চলে যাচ্ছে, এদিকে
বাদশাহ্ দুয়া শেষ করে দেখিতে পাইলো ভিক্ষুক
চলে যাচ্ছে................!!
বাদশাহ্ বললোঃ দাড়ান, আপনি কেন এসেছিলেন.......
..........??
ভিক্ষুক বললোঃ আপনার দরবারে কিছু পাবার
আশায়................!!
বাদশাহ্ বললোঃ দাড়ান দিচ্ছি..............!!
ভিক্ষুক বললোঃ লাগবেনা..............!!
বাদশাহ্ বললোঃ কেন লাগবেনা...............??
ভিক্ষুক বললোঃ আমি এতদিন ভিক্ষুকদের দুয়ারে
ভিক্ষা
করেছি, আর করবোনা............!!
আজতো আমি আসল বাদশাহের সন্ধান পেয়ে
গিয়েছি, যেই বাদশাহের দরবারে আপনার মতো
দুনিয়ার বাদশারা পর্যন্ত ভিক্ষুক.............!!
আমি আজ থেকে সেই মহান বাদশাহের দরবারের
ভিক্ষুক হয়ে গেলাম.............!!
ভিক্ষুকের কথাগুলো শুনে বাদশাহের চোখ
বেয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো..........
....!!
হে আমার মুসলমান ভাই বোনেরা, এসো আমরা দিল
থেকে নিয়্যত করি, আজ থেকে কারও কাছে
সওয়াল করবোনা...............!!
যা চাওয়ার একমাত্র তাহার কাছেই চাইবো, যিনি সকল
বাদশাহের বাদশাহ্...............!!
তিনি তাহার বান্দাহ্ বান্দীকে খালি হাতে ফিরিয়ে দিতে
বড়বেশি লজ্জাবোধ করেন, কেননা তিনিইতো
একমাত্র দেনেওয়ালা..

*




2 Comments 603 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024