FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

নীলের রৌদ্রময়ী

নীলের রৌদ্রময়ী

*

🙎এই যে শুনুন,
🙇হুম, বলুন
🙎যদি বলি আপনাকে ভালোবাসি, আপনি কি উত্তর দিবেন?
🙇ভালোবাসা? সে তো ভালোথাকা আর খারাপ থাকার মাঝখানের বোঝাপড়া।
🙎এই বোঝাপড়াই তো করতে চাই...
.
🙇নীল শাড়ি আছে?
🙎হুম
🙇রেশমি চুড়ি?
🙎তা তো নেই!
🙇নীল শাড়ি, রেশমি চুড়ি, পায়ে আলতা আর খোলা চুল নিয়ে মোমের আলোয় অপেক্ষা করতে পারবেন?
🙎হিমুর রুপা হয়ে?
🙇না, নীলের রৌদ্রময়ী হয়ে। আর হ্যা, কপালে কালো টিপ পড়তে ভুলবেন না যেন।
🙎যদি বলি আপনি পড়িয়ে দিবেন?
🙇মন্দ হবেনা, রৌদ্রময়ীর নেশায় বুদ হয়ে যাবো।
🙎চোখে কাজল পড়বোনা?
🙇চোখের দিকে তাকাবোনা তো।
🙎কেন?
🙇ভয় হয়, পাছে খুন হয়ে যাই যদি!
.
🙎এতো ভালোবাসা কোথায় রাখবো?
🙇ভাগাভাগি করে নিবো।
🙎কোনো আবদার আছে?
🙇কোনো নিরাক পড়া বিকেলে আপনার কালো চুলের গন্ধে হারিয়ে যাবো। আপনার নীল শাড়ির কুচি ধরে দিবো। আপনি যখন শাড়ির আঁচল ঠিক করবেন, তখন আপনার মুখের সামনে খেলা করা অবাধ্য চুলগুলো সরিয়ে দিবো।
.
🙎এতোটুকুই?
🙇এটাই তো ভালোথাকার বোঝাপড়া। আপনার কোনো আবদার?
🙎কোনো এক জ্যোৎস্না স্নাত রাতে আপনাকে সাথে নিয়ে ঝিলের জলে পা ভেজাবো।
🙇একটা কথা বলি?
🙎ভালোবাসবেন?
🙇ভালোবাসি, ভালোবাসি।
💑💑💑💑

*




0 Comments 684 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024