Home
»
Archive
»
গ্রীষ্ম ঋতু
গ্রীষ্ম ঋতু
নিষ্ঠুর রুদ্ররোষ নিয়ে আসে বৈশাখ ঋতু ভেদে
ধু-ধু রুক্ষ অগ্নিদাহে মাস যায় মানুষের কেঁদে।
নববর্ষ উদযাপিত হয় গ্রীষ্মের প্রথম দিন বয়ে
বিবর্ণ শুষ্ক হয়ে বৈশাখ আসে হালখাতা নিয়ে।
গ্রীষ্মের প্রখর দাবদাহের আবির্ভাব রুদ্র ঝলকে
খাল বিল নদী নালা রিক্ত প্রচণ্ড তাপের পলকে।
ফসলের মাঠ চৌচির যায় তৃষ্ণায় বিবর্ণ হয়ে
সূর্য নিদারুণ রুক্ষতায় মাটি পুড়ে ছারখার হয়ে।
চেয়ে থাকে কৃষক ঊর্ধ্ব আকাশে বর্ষণের আশায়
প্রকৃতির শ্যামল শোভা ভ্যাপসা গরমে হারিয়ে যায়।
প্রলয়ঙ্করী কালবৈশাখীর ভয়ালছোবল মুহূর্তে ভূতলে
হাজারো বাড়িঘর দোকানপাট লণ্ডভণ্ড হয় অশ্রুজলে।
বৈশাখ মাস কাটে মানুষ জীবের তীব্র অশান্তির নীড়ে
শীতল ছায়া ঠাণ্ডা পানির জন্যে মানুষ যায় নদীতীরে।
ডালি ভরে সুস্বাদু ফল ফলাদি গ্রীষ্মে উপহার আসে
আম জাম কাঁঠাল লিচু তরমুজ পাওয়া যায় বাংলাদেশে।
গোলাপ বেলি বকুল টগর জবা গ্রীষ্মের ফুল ফুটে বাগানে
এ ঋতুর মাঝারে দিন বড় রাত ছোট বিধাতার কল্যাণে।
মহা আনন্দে উৎসব মুখর বৈশাখী মেলা সেই ক্ষণে
আনন্দে মেলা চলে নানা রঙের খেলা সন্ধ্যার গগনে।
Copy Public Url
Posted By:
smsumonhossain
(Premium User!)
Post ID: 2989
Posted on: 5 years 7 months ago
Authorized by:
yamazaki
0
Comments
673
Views
Comment
© FriendsDiary.NeT 2009- 2023