FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ভয় কথন

ভয় কথন

আমেরিকানরা সবচেয়ে বেশি ভয় পায় বন্দুককে।
পত্রিকার পাতা খোললেই আমরা দেখতেই পাই আমেরিকায় যে কোন পার্টিতে,,ফাংশনে,,এবং বারে(মদের রেস্টুরেন্টে) আতর্কিত বন্দুক হামলা বিশ্বে সবচেয়ে বেশি ঘটে।
জাপানিজরা সবচেয়ে বেশি ভয় পায় এটম বোমাকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসিমা এবং নাগাসাকিতে এটম বোমার ভয়াবহ পরিণতি জাপানীরা আজও ভুলতে পারেনি।
ইন্দোনোশিয়ানরা সবচেয়ে বেশি ভয় পায় ভূমিকম্পকে।
প্রতিবছর সারাবিশ্বে যতজন লোক বন্দুকযুদ্ধে মারা যায় না তারচেয়ে বেশি ইন্দোনিশিয়ান মানুষ ভূমিকম্পে মারা যায়।
আফগানিস্তানের আকাশে যদি কোন রকেট উড়ে যায় তাহলে তারা সবচেয়ে বেশি পাই।
জর্জ ডাব্লিউ বুশের এবং ন্যাটোর হামলা দীর্ঘ প্রায় দশবছর ছিলো,, তাদের আকাশে সহজে সূর্য্যের আলো পড়তনা এবং বেশিরভাগই যুদ্ধ বিমানের ছায়ায় ঢেকে যেত তাদের আকাশ।
ইজরাইল (ইহুদীরা) সবচেয়ে বেশি পায় হিটলারকে যদিওবা তিনি মৃত।
প্রায় ৬০ লক্ষ ইহুদীকে না খাইয়ে একটা দ্বীপে নিয়ে তিলে তিলে মেরেছিলেন হিটলার।
ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি ভয় পায় বোমা হামলাকে।
হিন্দী আর তামিল মুভি দেখলেই বুঝতে পারবেন ইন্ডিয়ার মুম্বাই,,চেন্নায়,,দিলি,,হায়দ্রাবাদ এই জায়গা গুলো সবসময় ট্যারোরিস্ট হামলার ভয়ে থাকে।
চায়নারা বন্দুকের সবচেয়ে বেশি ভয় পায় ছুরি(চাকু) কে।
জন্মগত কুংফু মাষ্টারগুলোকে ঘায়েল করতে পারে একমাত্র ছুরি।
নাইজেরিয়ানরা সবচেয়ে বেশি ভয় পায় বোকো হারামকে।
বোকো হারাম সংগঠনটির লোক আসতেছে শুনলেই তারা ঘর থেকে পালিয়ে যায়।
সিরিয়ানরা সবচেয়ে বেশি ভয় পাই আইএসকে।
আইএসের মূল ঘাটি সিরিয়াতেই।
রোহিঙ্গারা সবচেয়ে বেশি ভয় পায় মায়ানমার আর্মিদের।
আফ্রিকানরা সবচেয়ে ভয় পায় ডাকাতদের কেননা আফ্রিকা একমাত্র দেশ যেখানে দিনদুপুরে দোকান থেকে শুরু ব্যাংক ডাকাতি পর্যন্ত চলে।
আর পৃথিবীতে আমরা বাঙ্গালী একমাত্র লোক যারা কিনা উপরে দেশগুলোর মত এসবে ভয় পাই না।
আমরা শুধু স্ক্রিনশট ফাঁস হওয়ার ভয় পাই।😊
আর বাঙ্গালী মেয়েরা তো স্ক্রিনশটের চেয়ে বেশি ভয় পাই তেলাপোকাকে।
© তাফিন আদনান মর্ম

*




0 Comments 708 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024