FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

সবার জন্য ঈদ আনন্দে নয়,,,,,

সবার জন্য ঈদ আনন্দে নয়,,,,,

*

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
কিন্তু ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে নাহ।. কারো জীবনে নিয়ে আসে স্বজন হারোনোর বেদনা।

৪ টি বছরে ৮ টি ঈদ গেলো।
চলে যাওয়া ঈদ গুলো মধ্যে কখনোই দেখতে পেলাম না আমার স্বামী এর মুখে হাসি।

গত ২০১৫ সালে অক্টোবরে স্বামী র বড় ভাই হঠাৎই রোড এক্সিডেন্টে মারা যায়।
সেই দুঃখ সইতে না সইতেই আমার শাশুড়ী স্টোক করে প্যারালাইজড হয়ে কথা চলন শক্তি হারায়ে ফেলেন। কষ্টের পর কষ্ট পেয়ে আমার স্বামী ভেঙ্গে পরে।

সাহস ও ভালোবাসা দিয়ে পাশে দাড়ানো র জন্য আমি আর আমার পরিবার ছাড়া কেউই ছিলো না তার।
আমার শাশুড়ী রোযা ঈদের ঠিক আগের দিন মারা যান। ভাই ও মা হারানোর কষ্টে এখনো আমার স্বামী র বুক ফাটা আর্তনাদ আমি দেখি।
এই দুনিয়ায় খুব আপনজন হলো মা, মা হারোনো কত যে কষ্ট তা বুঝতে পেরেছি আমার স্বামী রাত জেগে কান্না দেখে। সেই ২০১৫ থেকে এখনো আমার স্বামী ঈদে কখনোই দেশে আসে না।
সবাই বুঝানোর চেষ্টা করে কিন্তু সে আসে না। সে বলে ঈদে আসলে নাকি মা আর ভাইয়ার কথা বেশি মনে পরে। এই কষ্ট নাকি সে সইতে পারবেনা।।।।

আমার বিয়ের ১০ মাস হলো। দুইটি ঈদ পেলাম কিন্তু স্বামীকে কাছে পেলাম না। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারিনি।
জানি না কখনো ঈদের আনন্দ স্বামীর সাথে ভাগাভাগি করতে পারবো কি না। তাই বলছি ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে না। কারো জন্য কষ্ট নিয়ে আসে।
ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের সবার ঈদ কাটুক হাসি আর আনন্দের মাঝে।।
ঈদ মুবারক

*




2 Comments 859 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024