FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

খরগোশ, কচ্ছপ এবং গল্পের শিক্ষা

খরগোশ, কচ্ছপ এবং গল্পের শিক্ষা

*

সেই বিখ্যাত খরগোশ আর কচ্ছপের গল্পটা ক্লাসে বললেন শিক্ষক৷
তারপর চিরাচরিত শিক্ষকসুলভ ভুমিকা নিয়ে জানতে চাইলেন - বাবারা, কি বুঝলি গল্পটা থেকে?

বাস্তববাদী এক পিচ্চি দাঁড়িয়ে বললো -'স্যার, খরগোশটার উপরে মেজাজ খুব গরম লাগছিলো শুরুতে।পরে ভালো লাগছে।

'বলিস কি?' অবাক হলেন শিক্ষক। 'খরগোশের উপর রাগ কেন শুরুতেই তোর'?

-ওটা খরগোশ না গাধা ছিলো স্যার? আক্কেল থাকলে কখনো কেউ কচ্ছপের মত স্লো জিনিসের সাথে পাল্লা দেয়? নিজের ওয়েট বোঝেনা?

-অও। আর পরে ভালো লাগলো কেনো?

-ঘুমায়া গেছে, এই জন্যই। কচ্ছপের সাথে পাল্লা দেওয়াটা খরগোশের বেহুদা কাজ না? তারচেয়ে ঘুমানোই ভালো স্যার।

- কিন্তু পরে হেরে গেলো যে? কচ্ছপ যে জিতে গেলো?

- স্যার, কচ্ছপ জেতায় কি দুনিয়ায় পুরা কচ্ছপ জাতির স্পিড বাড়ছে? নাকি খরগোশ জাতির স্পিড কমছে? যার যেটা ছিলো,সেটাই আছে স্যার। এটা কোনো কাজের গল্প না।

(সংগৃহীত )

*




1 Comments 806 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024