FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ট্রেনের বিভিন্নরকম হকারের মজাদার চিল্লাপাল্লা

ট্রেনের বিভিন্নরকম হকারের মজাদার চিল্লাপাল্লা

*

আমাগো দ্যাশের ট্রেনগুলাতে উঠলে কত ধরনের স্লোগানের নিযার্তন যে সহ্য করতে হয়---

১। চানাচুর খান, চানাচুর খান; আদা দিয়া, লেবু দিয়া, ঝাল দিয়া, লবন দিয়া চানাচুর খান, চানাচুর খান..
. ২। এ্যাঁই আমড়ায় আমড়ায় আমড়া...আমড়া খান, আমড়া খান, আমড়াআআআ...
৩। কলা কলা কলা...নুসুন্দির (নরসিংদী'র) সবরি কলা, মিষ্টি কলা, কলায় কলায় কলা...
৪। ভাজা খান, ভাজা খান, ভাজা...বুট ভাজা খান, এ্যাঁই ভাজা ভাজা ভাজা....
৫। এ্যাঁই সিলাই কালি...এ্যাঁই সিলাই কালি...(ভ্রামমান মুচি সার্ভিস)
৬। চুলের খোপা লন, খোপা খোপা খোপা...৫০-টা খোপা লন ২০ টাকায়.. খোপা খোপা খোপা...
৭। এই শসায় শসায় শসা; শসা খান শসা...
৮। এইপ্পানি পানি পানি, পানি লন ঠান্ডা পানি...
৯। গামছা লন, গামছা; ছোডো গামছা, বড়ো গামছা; গামছা লন, গামছা...
১০। লিঁচু প্যাকেট লন; ২০ টেকা... ২০ টেকা... ২০ টেকা....
১১। হেই আপেল আপেল আপেল...
১২। ব্রাশ লন জোড়া তিরিশ টেকা...
১৩। চকলেট বিক্রেতাঃ লিচু কমলা আম বইস্যা বইস্যা খান, ১৩ টা ৫ টাকা ২৬ টা ১০ টাকা
১৪। পপকর্ণ বিক্রেতাঃ এই পাপ্পন লইবেন পাপ্পন!
১৫। সাদা সাদা ড্রেস পরা ট্রেনের ক্যান্টিনের ষ্টাফদের একটু পরপর ---" নাস্তা নাস্তা নাস্তা.." নামক অত্যাচার আছেই....mad.
আর ভিক্ষুকগুলানের রং-বেরংয়ের স্লোগানের কথা নাইবা কইলাম!-angry-
ইনারা এত জোরোজোরে চিল্লায়া বলে যে ভালা মাইনষের মেজাজও তিরিক্ষি হয়া যাইবো! .mad.

*




9 Comments 864 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024