FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ট্রেনের চালক হতে গেলে যে সকল যোগ্যতা লাগে!

ট্রেনের চালক হতে গেলে যে সকল যোগ্যতা লাগে!

*

প্রথমত, রেল গাড়ির কোন চালক হয় না, উনাদেরকে লোকো মাস্টার বলা হয়।

দ্বিতীয়ত্ব, লোকো মাস্টার এর কোন লাইসেন্স কোন প্রতিষ্ঠান থেকে নিতে হয় না। রেল কর্তৃপক্ষই এটা প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে থাকেন।

প্রয়োজন সাপেক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায়শই জাতীয় দৈনিক প্রত্রিকার মাধ্যমে সহকারী লোকো মাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। কিছু দিন আগেও বেশ কিছু সংখ্যক সহকারী লোকো মাস্টার নিয়োগ প্রকৃয়া সম্পন্য করা হয়েছে।

সহকারী লোকো মাস্টার থেকে একজন পূর্ণাঙ্গ লোকো মাস্টার হতে ৮-১০ বছর অথবা এর চেয়েও বেশি সময় লাগতে পারে। কেননা লোকো মাস্টার একটি খুবই গুরুত্বপূর্ণ পদ। এই পদে ভুলের কোন স্থান নেই। একটি ভুলেই হাজার হাজার যাত্রীর জীবন বিপন্য হতে পারে।
একটা লোকো(ইঞ্জিন) অপারেট করা সত্যিই খুবই জটিল পদ্ধতি।
লোকো মাস্টার গ্রেড-২ পদে নিয়োগ পেতে মিনিমান এইচএসসি(বিজ্ঞান) যোগ্যতা থাকতে হবে।
সহকারী লোকো মাস্টার গ্রেড-২ হতে ৩ বছর পর সহকারী লোকো মাস্টার গ্রেড-১, তারপর ৫-৭ বছর পর এসএলএম(সান্টিং মাস্টার) এবং তারপর যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী পূর্নাঙ্গ লোকো মাস্টার পদে পদায়ীত হয় আনুমানিক ৮-১০ বছর পর বা আরও ১৫-২০ বছরও লেগে যায়। আর যারা পরিক্ষায় পাশ করতে পারেনা তারা পদোন্নতিও পায়না অনেক ক্ষেত্রে তখন তাদের আন্তঃনগর ট্রেন চালানোর যোগ্যতাও থাকেনা ফলে তাদের লোকাল ট্রেন ও মালগাড়ী চালাতে হয় সুধু।

*




1 Comments 5621 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024