FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Photograph Movie Review by Lebu

Photograph Movie Review by Lebu

*

Movie name :: Photograph
Director + Writer :::: Ritesh Batra
Cast ::: Nawazuddin Siddique, Sanya Malhotra
IMDb::: 6.8/10

আমি ১০ ই রেটিং দিয়েছি IMDb তে
প্রথমে বলি মুভিটা সবার জন্য হয়তো না। গোটা মুভিতে কোনো ভায়োলেন্স পাবেন না, পাবেন না কোনো বাজে কিছু তাই সবার জন্য এই মুভি না।

মুভি টা আনটোল্ড রোমান্টিক লাভ স্টোরির মতই মনে হলো, যাকে বলে দুই জনের মনের মদ্ধেই ভায়োলিনের সুর বাজে কিন্তু কেউ কিছু ব্যাক্ত করে না।
আমি কোনো স্পয়লার বা স্টোরি বলব না, কিন্ত মূল টপিক যা মনে হলো যে সমাজের মদ্ধে যে ভেদাভেদ টা আছে তা এই মুভিতে প্রকাশ করা হয়েছে আর এই ভেদাভেদের উপরে যে মানুষ এর ভালোবাসা শ্রদ্ধা বিদ্যামান তা এখানে দেখানো হয়েছে।
হঠাত দেখা, খোজা, সত্যি মিথ্যা মাখানো একটা গল্প, কিছু পরিবারের চাপ, কিছু পরাধীন চাপা কথা, কিছু ভালোবাসা।
এই মুভিটায় আপনাকে দেখাবে যে চাওয়া পাওয়া বা ঘন্টার পর ঘন্টা কথা বলা ছাড়া, শুধু মাত্র চুপ করে বসে থেকেও একটা সম্পর্ক চলতে পারে এবং সেটা খুব মজবুত ভাবে।

মুভির ইন্ডিং টা আপনাকে ভাবাবে,, তবে লাস্ট ৩/৪ টা লাইন যদি বুঝতে পারেন তাহলে ইন্ডিং টা আপনার কাছে হ্যাপি হবে।
যদি আপনারা নির্মল একটা খুশি আর মনের প্রশান্তি চান তবে এই মুভি টা আপনার ই জন্য। আপনাকে কাউকে ভালোবাসতেও শিখাবে, ভালোবাসার মত।
আর এটা আমার সম্পূর্ন নিজস্ব মতামত, মুভি টা এত খুশি হয়েছিলাম যে ইউটুবে একটু খুজার চেস্টা করলাম কে কি বলে, কিন্ত আমি হতাশ হলাম কিছু হ্মেত্রে।
তবে আপনারা সবার কথা বাদ দিয়ে নিজের মত করে মুভিটা দেখেন, ১ ঘন্টা ৫০ মিনিট আপনার জলে যাবে না।

ধন্যবাদ সবাইকে
ভুল মার্জনা করবেন

*




3 Comments 663 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024