FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Doctor Sleep Movie Review by Lebu

Doctor Sleep Movie Review by Lebu

*

Movie Name::: Doctor Sleep (2019)
Genres:: Horror/Thriller/Drama/Fantasy
Director::: Mike Flanagan
Writer ::: Stephen King, Mike Flanagan
Prequel Movie Name :: The Shining
IMDb : 8.4/10 (For The Shining)
IMDb : 7.5/10 (For Doctor Sleep)

অনেক ইনফো দিলাম এর কিছু কারণ আছে!
মূলত মুভি দুইটা কেমন তা বলার আগে এর যে প্রধান লেখন স্টেফেন কিং নিয়ে কিছু কথা বলতে চাই!
The shining ছিলো স্টেফেন কিং এর লিখা একটি নোবেল।
এবং সেবছর এই নোবেল টি ছিল বেস্ট সেলিং নোবেল হিসেবে হ্মেত।


এই নোবেলের উপর বেইস করে ১৯৮০ সালে মুক্তি পায় The Shining নামের মুভি টি যা বেশ সারা জাগায় তা রেটিং দেখেই বুঝা যাচ্ছে!
স্টেফেন কিং কে যদি আরো ভালো ভাবে পরিচিত করাতে চাই তাহলে বলতে হয় The Shawshank Redemption (1994) এই বিখ্যাত মুভি টির স্টোরি রাইটার ও তিনি! এখন নিশ্চই অচেনা থাকার কথা না।
আরো প্রচুর মুভি তে তিনি রাইটার হিসেবে কাজ করেছেন। মূলত হরর টাইপ লিখাই তিনি আমাদের উপহার দিয়েছেন।


IT (2017) এর হরর মুভি টি দেখে নাই এমন লোক খুজে পাওয়া মুশকিল। এই মুভির ও রাইটার তিনি।
যাক এখন আসল মুভিতে আসি।



Doctor Sleep মুভি টায় হরর বলতে যা আমারা বুঝি আসলে তা না।
এখানে হ্মমতা সম্পর্কে বেশি বলা হয়েছে যেমন মার্ভেল ইউনিভার্সে একেক জনের একেক পাওয়ার তেমনি এই মুভিতেও প্রতিটা ক্যারেক্টার দারুন দারুন সব সাইকোলজি পাওয়ার নিয়ে জন্মায়।

বলতে গেলে X-men এর Professor Charles Francis Xavier এর মত।
এই ক্যারেক্টার আমরা সবাই পছন্দ করি তেমনি Doctor Sleep এর এরকম বিশেষ পাওয়ার আছে!
আমি এখানে স্টোরি বলে স্পয়লার দিতে চাই না তবে,


হরর মুভি তে যেমন আধো আধো মারা দেখানো হয়, এই মুভিতে তার চায়ে অনেক কম ভায়োলেন্স করে অনুভূতি দেয়া হয়েছে যা সত্যি বলতে আমার ই কস্ট লাগসে।



এই মুভিতে ভ্যাম্পায়ারের ফ্যান্টাসি ও পাবেন।


তাই সবাইকে রিকমেন্ড করব যে সবাই মুভি টা দেখেন।
মুভি টা পুরোপুরি বুঝে হজম করতে হলে 1980 এর the shining টা অবশ্যই দেখতে হবে।
আপনারা কেউ খুজে না পেলে আমি আপনাদের সাহায্য করতে পারি।
আর এটা হরর বলে শুধু হরর প্রেমী রাই দেখবেন তা কিন্ত না।
যেকোন প্রকার মুভি লাভার হলেই আপনি এই মুভি টা উপভোগ করতে পারবেন।



মুভি শেষ এ আমি আনমনেই বলেছিলাম 'WoW'

ধন্যবাদ সবাইকে
লেবু 😉

*




13 Comments 697 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024