FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

\\"সাইকো\\" থ্রিলার বইটির রিভিউ

\\"সাইকো\\" থ্রিলার বইটির রিভিউ

*

নাম শুনেই বুঝতে পারছেন এর সাথে সাইকোলজিকাল বিষয় জড়িত।
হ্যা,এটি একটি সাইকোলজিকাল থ্রিলার।বইটি লিখেছে রবার্ট ব্লচ। বইটির বাংলা অনুবাদ নিকটস্থ কোন লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবেন।।
অনেকের মতে এটি সর্বকালের সেরা সাইকোলজিকাল থ্রিলার। কি আছে বইটিতে যে বইটির এতো প্রশংসা? এই প্রশ্নের উত্তর আপনি বইটি পড়লেই পাবেন। স্বর্ণকেশী মেরিয়োন ক্রেন একগাদা টাকা চুরি করে পালায়। পথে সে এক রাতের জন্য একটি মোটেলে ঠাঁই নেয়। মোটেলের কর্মকর্তা নর্মান বেটস কিছু একটা আন্দাজ করে। সে রাতে মোটেলে মেরিয়োন ছিলো একমাত্র অতিথি। এদিকে নর্মানের মা মেরিয়োনকে পছন্দ করে না, মেরিয়োনের মতো একাকী মেয়েকে অতিথি হিসাবে সে চায় না।
যাহোক, মেরিয়োন চলে যায়। কিছুক্ষণ পরেই মেরিয়োনের বোন লীলা এবং গোপন প্রেমিক স্যাম লুমিস মোটেলে আসে মেরিয়োনকে খুঁজতে। তাদের অনুসন্ধানেই বেরিয়ে আসে ভয়াবহ কাহিনী।বইটাতে নরমান বেটস থাকে মূল চরিত্রে।।
সে তার মাকে খুব ভয় পায়।। কিন্তু আসলেই কি তার মা জীবিত আছে? জীবিত না থাকলে সেই বা তার মাকে এতো ভয় পায় কেন? সব গুলা প্রশ্নের উত্তর বইটি পড়লেই পাবেন ।। বইটির রেটিং আমি ১০ এ ৮.৯ দেব।। আপনি পড়ার পর কমেন্ট করবেন যে কত দেবেন ১০ এ।

*




3 Comments 596 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024