কেন জানি পরে মনে
সন্ধ্যা আলো ক্ষনে ক্ষনে। ফিরেনি সে নীড় পাখি, হয়তো দিনের একটু বাকি। কেন জানি পরে মনে, মধ্য নিশি ক্ষনে ক্ষনে। ভিজিয়েছিল শুকনো আখিঁ। কেন জানি পরে মনে, ক্লান্ত দুপুর ক্ষনে ক্ষনে, পথহারা পথিক কি তার, পথ শেষ আধ জানে #collected ![]() |
0 Comments
159 Views
|