FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Poem-2

Poem-2

*

বলবো কাকে ভালো আমি কাটেনা সেই ঘোর,

সুযোগ পেলে নিজের কর্মে আমিও হই চোর…!



কাঙালের ধন করেন চুরি মহারাজার হস্ত,

দেয় বাড়িয়ে কাঙালও তাই চোরের পথে দস্ত…!



কুলি-মজুর কামলা-আমলা সবার একই স্বভাব,

চুরি ছাড়া কারও যেন ফুরায় না তার অভাব…।



ক্লাসের পড়া করে চুরি গুণধর সব ছাত্র,

শিক্ষক করেন সময় চুরি,না চালিয়ে গাত্র…।



ঘরের মধ্যে করেন চুরি গিন্নি এবং কর্তা,

কত চোরকে ধরে আপনি করবেন আলু ভর্তা…?



বাজার করতে গিয়ে পাবেন কত মহাজন,

সাধুর বেশে করছে চুরি কাড়ছে ক্রেতার মন…।



নামাজেতে হচ্ছে চুরি রুকু কিংবা সেজদা,

ভেবেছেন কি আছেন যারা বড়-ছোট মেজদা…!



চুরি করেই আমরা সবে করছি কার্যসিদ্ধি,

হোকনা সেটা ত্রাণের বস্তা কিংবা বিবেকবুদ্ধি…।



চোরের মনে কষ্টটা তাই দেবোনা চোর বলে,

ভালো হবো নিজে আগে,দেখি কেমন চলে...।



অস্বাভাবিক মৃত্যু দেখে ভয়াল করোনায়,

মানুষ যেন বিবেকবুদ্ধি একটু ফিরে পায়...।

#Collected


*




0 Comments 543 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024