FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

অতৃপ্ততায় ভরপুর ঈদ

অতৃপ্ততায় ভরপুর ঈদ

*

এবার অন্যরকম একটা ঈদ। কোনো শপিং নাই,দাওয়াত নাই,ঈদ সালামী নাই,দল বেঁধে ঈদের নামাজে যাওয়া নাই,কোলাকুলি নাই।

ছিলনা ভোরবেলা ঘুম থেকে উঠে শিশু-কিশোরদের তাড়াতাড়ি গোসল সেড়ে নতুন জামাকাপড় পড়ে রকস্টার সেজে উচ্ছ্বসিত মনে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ঈদগাহে যাওয়া।

ছিলনা সবকিছুতে ঈদের বকশিস স্বরূপ বোনাস দেয়া।

মুখোশ পরা একটা ঈদ। প্রকৃতি হয়তো অস্থির এই পৃথিবীটা শান্ত করতেই আমাদের জীবন দর্শনকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। যাতে মানব জাতি বিশুদ্ধ হয়ে দীর্ঘদিন বিরাজ করতে পারে। মানব জাতি যেন ভবিষ্যতে বিলুপ্ত প্রায় ডাইনোসর এর মতো না হয়ে যায়।

মুখোশের আড়াল থেকে নিজেকে বের করে সত্যিকারের মানুষ হয়ে আমরা আগামীতে ঈদ উদযাপন করবো এই প্রত্যাশায় সবাইকে ঈদ মুবারক।

*




0 Comments 471 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024