FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

১৪ আগস্ট Review By Lebu

১৪ আগস্ট Review By Lebu

*


Mini Web Series
Name : August 14 / ১৪ আগস্ট
IMDB : 8/10

সংক্ষেপে আজকের রিভিউ দিব কারন খুব বেশি বলার কিছু নেই এতে।
আমরা যারা মুটামুটি দেশের খোজ খবর রাখি তারা সবাই জানি ২০১৩ সালের ১৪ আগস্ট একটা ঘটনা ঘটে যা দেশের ইতিহাসের কলঙ্ক।


ঐশী নামের এক মেয়ে তার বাবা মা কে নিজ হাতে খুন করে ছুড়ি দিয়ে।
আর এই খুনের কারন, ফর্মুলা, কিভাবে কি করে না করে A to Z এই ওয়েব সিরিজে পাবেন।


যেহেতু সত্য ঘটনা অবলম্বনে তাই ৩ ঘন্টা ৩৪ মিনিট আপনার সময় নস্ট হবে না।

কিন্ত এখানে কিছু ব্যাপার আছে যা আমি ক্লিয়ার করে দিতে চাই।

সেটা হলো সবার জন্য এই সিরিজ একদম ই না।

এখানে ১৮+ এলার্ট করে দেয়া হয়েছে

এখন কথা হলো আপনার কাছে ১৮+ এর মিনিং কি

অনেকের ক্ষেত্রে ১৮+ মানে কেমেরা তে থ্রি পিস পড়াও

আবার কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ। তার আগ পর্যন্ত সব ই আন্ডার ১৮।



ডিসিসন আপনার আপনি কতদূর যেতে পারবেন।
তবে আমার মতে এটা জাস্ট নামেই ১৮+, কাজে সেই আমাদের বাংলা মুভির বাসর রাত আর ভিলেনের হাতাহাতি।

এর চেয়ে বেশি আজকাল বলিউডের গানে হয়।


এখন আমি বলি কেন আপনার এটা দেখা উচিত অথবা আপনি এখনো দেখার উপযোগি না সেটা।



দেখার কারণ:
১) কোন না কোন একদিন আপনিও বাবা মা হবেন, আপনার ও মেয়ে- ছেলে থাকবে, আপনার কি কি গাফিলতিতে আপনার ছেলে মেয়ে উচ্ছন্ন তে যেতে পারে সেটা জানতে হলে এই সত্যি ঘটনা টা আপনার দেখা উচিত।


২) একটা বয়সে কেমন বন্ধু বান্ধব প্রয়োজন আর কাদের থেকে দূরে থাকা লাগবে সেটাও জানতে পারবেন।


৩) আপনি বড় হলে ছোটদের এসব কাজ থেকে বিরত কিভাবে রাখা উচিত সেটা অবগত হবেন।



না দেখার কারণ:
১) আপনার বসয় অবশ্যই ১৮+ হতে হবে নইলে আপনি সব বিষয় হজম করতে পারবেন না

২) অল্পতেই আপনার মাথা গরম হয়ে গেলে এটা আপনার জন্য না।

৩) আপনি যদি শুধু ১৮+ এর জন্য দেখতে চান তাহলেও এটা আপনার জন্য না কারণ এখানে ১৮+ এর আহামরি কিছু নেই।

৪) খুন দেখা কিংবা প্রসেস দেখা যদি আপনি নিতে না পারেন এটা আপনার জন্য না।

৫) অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে, নইলে আপনি মানুষিক ভাবে ভেংগে পড়তে পারেন।



তো এসব কারণ অকারন অনেক কিছু বললাম, সত্যি বলতে এটা দেখে আমার মনে খুব নাড়া দিসে।
আল্লাহ তায়ালা যাতে এরকম সন্তান কোন মা বাবাকে না দেন, যে কিনা নিজের বাবা মা কে হত্যা করতে পারে নিজের মনের কথা শুনে।

ধন্যবাদ সবাইকে

*




15 Comments 619 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024