FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Quick Smash - Ep 02 By Lebu

Quick Smash - Ep 02 By Lebu

*

Hello ডাইরিয়াবাসি,

Welcome To My Lebu Universe.
যেখানে থাকছে মুভি দুনিয়ার অনেক আলোচনা!

কুয়ারেন্টাইনের সময়কালিন বাসায় বসে বসে অনেকেই মুভি দেখছেন তবে অনেকের ই মাথায় ব্যাথা হয়ে গেছে যে এম্বি খরচ করে কোন মুভি টা দেখা শ্রেয় হবে।

তাহলে তাদের এবং প্রো সিনেমা দেখনেওয়ালের সাথে নিয়ে শুরু করছি Quick Smash এপিসোড ২

এখানে থাকছে ৫ টি মুভি প্রতি মাসে যা আপনার দেখা উচিত যদি মুভি প্রেমিক/প্রেমিকা হয়ে থাকেন -xD-



1) Miracle in cell number 7 (2013) : মুভিটা খুব জনপ্রিয়। এরকম মুভি খুব কম ই দেখা যায়। বাচ্চা আর বাবার সম্পর্কের মুভি হয়তো বেশ কিছু আছে তবে তাদের মধ্যে এই মুভি টা উল্লেখযোগ্য।
একটা মিথ্যা খুনের দায়ে আধাপাগল বাবাকে জেল এ নিয়ে যাওয়া হয় আর বাচ্চা হয়ে যায় একা। কিন্ত তার জেদ সে বাবার কাছে থাকবেই। জেলের মধ্যে আশা আর তার ফল কি হয় এখানে দেখা যায় সাথে শেষ পরিণতি টাও। ইমোশোনাল মুভি, যারা প্রচুর কাদতে পারেন তাদের জন্য এই মুভি পেয়াজ এর কাজ করবে।

IMDb: 8.2/10
Personal:4.5/5

Trailer :
-Shared a Youtube Video




2) Bekas (2012) : এই মুভি পুরাই বাচ্চামিতে ভরপুর। এখানে যারা যারা কম বয়সি আছে তাদের জন্য এই মুভি টা যেনো মাস্টারপিস।

আমার মতে প্রতিটা মুভি দেখা বাচ্চার প্রথম চয়েজ এই মুভি ই হয়া উচিত। তবে বড় রাও অবশ্য ই দেখবে কারন বাচ্চাদের ইনোসেন্ট

ইনোসেন্ট সব ইচ্ছা গুলো আবিস্কার করার মধ্যে টেস্ট ই আলাদা।
যাদের ছোট ভাই আছে বা যারা ছোট ভাই তারা এই মুভি দেখে নিজেদের দায়িত্ব বুঝে নিতে পারবে। মাস্ট ওয়াচ

IMDb: 7.5/10
Personal: 5/5


Trailer :
-Shared a Youtube Video






3) Mucize (2015) : এক কথায় অসাধারণ সুন্দর একটা মুভি। কোন রকম কোন বাজে জিনিস খুজে পাওয়া যাবে না মুভি তে। মূলত এটা একটি মানুষ এর বায়োপিক। তার লাইফের সব কিছু এর মধ্যে।

যেহেতু অনেক আগের ঘটনা তাই মুসলিম দের কিছু রীতী এখানে ফুটে উঠসে। একটু আভাস দি, মনে করেন আপনাকে দেশের অজোপাড়া তে শিহ্মক হিসাবে যেতে বললো এবং আপনি সেখানে গিয়ে দেখেন সেখানে স্কুল ই বানানো হয় নি 😐।

আবার ৩ ভাই এর বিয়েতে যে যেমন চায় সে তেমন পায় না, যে চোখ সুন্দর চায় সে পায় চোখ টেরা, যে দাত সুন্দর চায় সে পায় দাতে পোকা ওয়ালা মেয়ে। ৩য় জন কি চায় আর কি পায় তা মুভি দেখে জেনে নিবেন।
খুব দারুন একটা মুভি, আমি অনেকবার ই দেখেছি।

IMDb: 7.7/10
Personal: 4.6/10

Trailer :
-Shared a Youtube Video




4) The Intouchables (2011) : এটি একটি ড্রামা মুভি, খুব মনোরম।

আমরা সবাই জানি পশ্চিমা দেশ গুলোতে কালো-সাদা এর একটা ব্যাপক পার্থক্য করা হয়।

এটা একটা রিয়েল স্টোরি তে মেইক করা মুভি, বলা যায় বায়োপিক তবে পুরো না, লাইফের একটা অংশ এখানে দেখানো হয়।

একটু ধারনা দি সেটা হলো খুব ধনী এক লোক যে কিনা নরাচরা কিছু করতে পারে না। মানে সহজ ভাবে বললে স্টেফেন হকিং এর মত অবস্থা, নরতে চরতে পারে না অন্যর সাহায্য প্রয়োজন হয়। তো সেই এক কালো ব্যাক্তিকে নিয়োগ দেয় তার দেখ ভালের জন্য।

মুভি তে দারুন ফানি মোমেন্ট আছে, বিন্দাস লাইফ কাটানোর আকাংখা আছে আর একজন প্রকৃত বন্ধুর উধারন আছে। এর বেশি না বলে মুভি টা দেখে নিন।

IMDb: 8.5/10
Personal: 5/5

Trailer :
-Shared a Youtube Video




5) Born To Fight (2004): একশন লেস চার্ট কখনোই পরিপূর্ণ না। তাই কালের বিখ্যাত এক একশন মুভির নাম বর্ন টু ফাইট।
বুঝতেই পারতেসেন নাম দেখে যে জন্ম ই তাদের মারামারি করতে তবে এই মারামারি গলির মারামারি না, এটা স্বাধীনতা পাবার মারামারি।
যুদ্ধ বললে মানায় বেশি।
ঘটনা হলো একটা সুন্দর ট্রিপে একটা সুন্দর গ্রামে গিয়ে কিছুদিন কাটানোর উদ্দেশ্য তে একদল যুবক যুবতি অবস্থান করে। কিন্তু কিছু বাজে সম্প্রদায় এর মানুষ চলে আসে তা দখল করে ক্ষেপনাস্র ছুরতে।

সেটা ঠেকায় পুরো গ্রামবাসী সহ সেই যুবক যুবতি না।
মারাত্মক ফাইট, আমার দেখা অস্থির লিস্টে এই মুভি আছে।

আর এই মুভি নিয়ে এক্টা স্টোরি হলো আমি প্রথম যে মুভি টা দেখার জন্য সিডি প্লেয়ার কিনি সেটা এই মুভির জন্য। এবং আমার দেখা ডিভিডি তে প্রথম মুভি Born To Fight.

IMDb: 6.2/10
Personal: 4.5/5

Trailer :
-Shared a Youtube Video




৫ টি মুভির কোন মুভি ই আপনার সময় নষ্ট করবে না। শিহ্মামূলক এবং সবাই দেখতে পারবে এমন মুভি সব গুলো।

রেটিং এর ব্যাপার টা বলি এটি আমার একদম নিজ রেটিং।
আপনার কাছে উনিশ- বিশ হতেই পারে।




প্রতিটি মুভির লিংক আমি আপনাদের দিতে পারবো তবে আমি দিব টরেন্ট লিংক। ডিরেক্ট কোন লিংক আমি দিব না। তাই যদি না জেনে থাকেন টরেন্ট থেকে অতি সহজে কিভাবে মুভি ডাউনলোড করবেন তাহলে দেখে নিন আমার এই পোস্ট

Any Movie Download Method From Torrent By Lebu



সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
সুন্দর মুভি উপভোগ করুন।
আগামী মাসে আবার দেখা হবে।
এবং আপনারা আপনাদের মন্তব্য অবশ্য ই কমেন্টে জানাবেন।
ধন্যবাদ

*




5 Comments 571 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024