FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

গল্পটা আমাদের ই

গল্পটা আমাদের ই

*


শুরুতেই বলে নেই
আমি মন ভোলা /স্মৃতি ভোলা মানুষ।
যতোটুকু কুড়িয়ে পেয়েছি তা দিয়েই সাজিয়েছি আমার লিখনি।

ফোরাম সাইটে আগমন টা আমার একটু অন্যরকম।এক কলিগের ফোনে চার্জ না থাকার সুবাধে আমার ফোন থেকে বিডিএফ(যেখানে আমার প্রথম যাত্রা) এ ডুকেছিলো।
উনি কি জানি করে কিছুক্ষণ পর ফোন টা দিয়ে দিলো।
মনের ভিতর কৌতুহল, কি এমন কাজ যা না করলেই হতোনা।তা দেখতে গিয়েই বিডিএফ এ লগ ইন।সেই থেকেই শুরু ফোরাম জীবন।

বিডিএফ এ যখন ছিলাম তখন কে যেনো ঠিক মনে নেই ইনভাইট করে ছিলো ফ্রেন্ডস ডাইরি সাইট টা।তখন ইচ্ছে ছিলোনা তবুও কৌতূহলবশত একটা ঢু মারলাম।
তবে মাঝে মধ্যে যাতায়াত করা পর্যন্ত ই সীমাবদ্ধ ছিলো।

অবশেষে বিডিএফ অফ হয়ে গেলে ২০১৪ এর দিকে শেষ থেকে নতুন করে ফ্রেন্ডস ডাইরিতে আমার পদচারণা ❤

এফ ডি তে আসার শুরুতে কাওকে না চিনলেও কুইজ খেলে মজা পেতাম।কারন বরাবরই আমি একটু কুইজ পাগলি :P

আর এখানকার সবাই খুব বেশী ফ্রেন্ডলি ছিলো যে আমার মানিয়ে নিতে খুব একটা কষ্ট হয়নি। শুরুতে স্বাধীন, থ্রিজেন গোষ্ট , উপমা,মিনার এদের সাথেই কথা হতো বেশী।
ধীরে ধীরে দেখলাম বিডিএফ এর অনেকেই তো এখানে শুধুমাত্র নতুন মোড়ক লাগানো ছিলো😇
এক এক করে সবাই সামনে আসতে লাগলো।

সেই থেকে ভালো লাগা শুরু...... 😍

সাইটের অনেকেই পুর্ব পরিচিত । তবে অনেক কেই নতুন ভাবে এখানে এসে চিনেছি বিশেষ করে সুব্রত, মুন্না, সাদিয়া, এশা, সাব্বির,তন্দ্রা, রোজেলিন, নাইট, হিরা, জানিথ, আভা আরও অনেকেই।সবার নাম বলতে গেলে শুধু নাম ই লিখা লাগবে আর কিছু না :P
( বিশাল বড় পরিবার তো আমাদের তাই আর কি -hihi-)

একসময় পরিচিতজন দের কথায় স্টাফ ইলেকশনে দাঁড়িয়ে জয়লাভ ও করেছিলাম 😎
সারাদিন সাউটে খুনসুটি, কুইজ, টুর্নামেন্ট , কি এক নেশা।

হ্যাঁ , ভালো লাগার নেশা ❤

তবে পরবর্তীতে তেমন একটা থাকিনা, থাকা হয়না।
অনেকের অনেক অভিযোগ , শুধুমাত্র কুইজ খেলি :D
(ভাইরে, আমি যে কি কষ্টে পুকুর পাড় বলেন আর বারান্দায় বলেন গিয়ে খেলি সেটা জানা থাকলে নোবেল টা আমি ই পেতাম -sad5- )

যারা বলেন তাদের বলি..
আমার বাড়িতে যখন আমার বোন, বন্ধুরা আসে তখন আমাকে দেখেই একটা কথা জিজ্ঞেস করে
তোর এফ ডির খবর কি?
পিক কন্টেস্ট হয়না?কিরে আমাদের সাথে কেন? তোর কুইজ টাইম যাচ্ছেতো। :D
হ্যাঁ , আমি এগুলা শুনে শুনে অভ্যস্ত 😐

আসলে কি

এফ ডি ❤
এমন একটা জায়গা, যেখানে মন খুলে কথা বলা যায়।
যে মেয়েটা /ছেলেটা হয়তো দিনে গুনে গুনে ৩-৪ টা কথা বলতো, এখানে এসে সে হয়ে যায় চপলা, প্রানবন্ত :D
দিন শেষে সবচেয়ে একা মানুষ টাও
নিজের একাকিত্ব এক সময় ভুলে যায়।
হতাশা গুলো কে মুড়িয়ে নেয় এখানকার সবার সাথে মিশে, কুইজ খেলে, সাউটে মজা করে।


সাউটিং খুব একটা করিনা আমি বাট সাউট হিস্ট্রি পরি আর একা একাই হাসি, ফ্যামিলিতে এইটা নিয়ে অবশ্য অনেক হাসাহাসির পাত্রি হিসেবে উপস্থাপিতও হয়েছি অনেকবার :(

ও হ্যাঁ, আমি কিন্তু খুব ঝগড়াটে এখানে,সহজ কথা নিয়েই ভেজাল লাগায়, সিরিয়াস হয়ে যাই (আসলে কিন্তু হয় না ;))
অনেক ব্যাপারে ফাহিম, মিথ, হিমু, এদেরও অনেক প্যারা দেই 😶😶

এখানকার প্রতিটা মানুষ ই মজার, আনন্দ দেয়ার,
শুরুতে তাদের এফ ডি তে প্রাপ্ত নিক গুলোই তো মানুষকে হাসাবে,
এই যেমন..
হাম্বা, গাভি, ষাড়, হাতি, হাঁস, মুরগি, কানা, কুমড়া, হি* :P,
এতো পঁচানো হয় কিন্তু অদ্ভুত, কেও ই পচেনা।
আসলে এগুলা তো ভালোবাসার ডাক, ভালো লাগার 😋

এত্তো এত্তো আনন্দের একটা জায়গা আমার এফ ডি 😍


অনেক রাগ অভিমান করেছি অনেকবার অনেক কারনে
আবার ফিরেও এসেছি এই আঙিনায়।
বুঝেছি..
এইটা শুধুমাত্র একটা সাইট না একটা দুনিয়া, দুনিয়ার গুটকয়েক মানুষের সাথে অভিমান করে পুরো দুনিয়াটা ছেড়ে দেয়া পুরোটাই বোকামি -xlove-

এখানে মন খারাপের কারন যদি একটা হয় আরও দশ টা মন ভালো করার কারনও আছে -heart-

আমি এখানে থাকি কতক্ষণ সেটা মুখ্য না, আমি এইখানে থেকেই আমাকে ভাল রাখতে পেরেছি।
আর কি লাগে?


এই এফ ডি তেই আমার যতো ঝগড়া, খুনসুটি, অভিমান, রাগ, আনন্দ, ভালো লাগা ❤💚💙

দিনশেষে সবাই আমরা একি পরিবার 💓
এফ ডি আমার না আমাদের একটা দুনিয়া,
আমাদের একটা উঠোন,
আমাদের একটা শান্তির নীর, আমাদের একটা বটবৃক্ষ ❤


জনাব ফাহিম, এফ ডি এর প্রতিষ্ঠাতা এডমিন,একটা আর্জি আপনার কাছে
এই বট বৃক্ষ টা যেনো কখনোই যত্নের অভাবে মারা না যায়, এর ডালে, শাখায়, পাতায় আমাদের মতো পাখি গুলো যেনো সবসময় ঠিক এইভাবেই কিচিরমিচির করে মাতিয়ে রাখে।
যখন খুব বুড়ো হবো নাতি নাতনীতে নিয়ে কিন্তু এই গাছের ছায়ার বেড়াতে আসবো,মনে রাখবেন :P


ভেবেছিলাম এতো লিখা আমার দ্বারা সম্ভব হবেনা তবে একজনের জন্য লিখেই ফেললাম অবশেষে।

ফাহিম

এফ ডি থেকে পাওয়া আমার একমাত্র ভাই, যাকে এতো তারাতারি হারিয়ে ফেলবো বুঝিনি।

এই এফ ডি লাইফে বড় একটা পাওয়া আমার এই ভাইটা
আবার
এই লাইফে বড়ো একটা আক্ষেপ ও আমার এই ভাইটা :(


ফাহিম চলে যাওয়ার পর নিজেকে ঠিক করতে অনেক টাইম লেগেছে আমার।

বুঝেছি এই ফ্যামিলিটা আসলেই কতোটা আপন!!!

(ভাই,তোকে এখনও অনেক মিস করি রে, তোর ভুয়া লন্ডনী আফা ডাক টা এখনও কানে বাজে।আল্লাহ যেনো তোকে জান্নাত নসিব করার তৌফিক দান করেন।)



পরিশেষে এটাই বলবো

ভালো থাকুক এখানকার সবাই 💙
ভালো থাকুক চিরচেনা এই জায়গাটা 💚
ভালো থাকুক সম্পর্কগুলো 💛
ভালো থাকুক ভালো রাখার মানুষগুলো 💜
ভালো থাকুক সব্বাই অনেক অনেক ভালোবাসা নিয়ে
ভালোবাসার এই ফ্রেন্ডস ডাইরিতে...❤❤

*




52 Comments 907 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024