FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

বিশ্বাসের নৌকা

বিশ্বাসের নৌকা

*

ঈশ্বর জানেন, কত'টা সত্যের সাথে কত'টা মিথ্যে মিশিয়ে খাটি প্রেমিক হতে হয়

নিরুবালা সেদিন বর্ষার রাতে জিজ্ঞেস করেছিলো- এত রাইতে কই যাও, মাঝি?
মাঝি স্পষ্ট কন্ঠে জবাব দেয়- আকাশের অবস্থা ভালানা, নদীতে জোয়ার আইছে.. ঘাটে নৌকা বাইন্ধা ঘরে থাকন যায়না, নৌকাডা শক্ত কইরা গাছের লগে বাইন্ধা আহি

নিরুবালা ইস্পাত কঠিন কন্ঠস্বরে বিশ্বাস নিয়ে বলে- সাবধানে যাইয়ো মাঝি, ছাতা নিয়া যাও। বৃষ্টিতে ভিজলে শরীরে জ্বর আইবো
মাঝি অঝোর বৃষ্টিতে ছাতা নিয়ে হাটতে হাটতে ইন্দুর ঘরে টোকা দেয়- কিরে ইন্দু দরজা খোলস না ক্যান? শরীর আমার ভিইজা জল পরতাছে
ইন্দুবালা নিজের শাড়ির আচল দিয়া মাঝির মাথা মুছে, নদীর জোয়ারের চাইতে শরীরের জোয়ার বেশি হইলে, তখন আর ঝড় বৃষ্টি চোখে লাগেনা

মাঝি তার শক্ত সুঠাম শরীর বাহির কইরা বিছানায় যায়
ইন্দু তার উন্মুক্ত বক্ষ মেলে ধরে, জল গড়ায় পরে পৃথিবীর পথে
অসাদৃশ্যতায় লুটাইয়া যায় মানব মানবী
ভোরবেলা মাঝি ঘাটে যাইয়া দেখে, নৌকা ভাইসা গ্যাছে স্রোতের টানে
ঘরে ফিরলে, নিরুবালা জিগ্যেস করে- কি গো মাঝি, নৌকা বান্ধা শেষ হইলো তোমার?
মাঝি বিষন্নতা মুখে নিয়ে জবাব দেয়- জোয়ারে ভাইসা গ্যাছে নৌকা
নিরুবালা কয়- নদীর জোয়ার নাকি শইল্যের জোয়ার?
মাঝি চোখ গরম কইরা
বলে- শইল্যের
জোয়ারে কি নৌকা
ভাসে?
নিরুবালা জবাব দেয়-
নাহ, শইল্যের
জোয়ারে নৌকা ডুবে।
মাঝি ঘরের মেঝেতে
রাখা খাবারের থালায়
লাথি দিয়ে বলে- এই
চিনলা আমারে?
বিশ্বাস নাই?
নিরুবালা জবাব দেয়-
আছে তো।
মাঝি রাগ নিয়ে ঘরের
পেছনে যেয়ে দেখে-
গাছের সাথে শক্ত
করে বাঁধা আছে তার
নৌকা।
মাঝি চিল্লাইয়া
বলে- নিরু, নৌকা
আছে। নৌকা ভাইসা
যায়নাই।
নিরুবালা অস্পষ্ট
স্বরে জবাব দেয়-
শখের নৌকা ভাসে
নাই, ভাইসা গ্যাছে
বিশ্বাসের নৌকা।
মাঝি, তুমি আমারে
ভালোবাসোনা, নাহ?


[Collected]

*




7 Comments 927 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024