FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Tower of god ( এনিমে রিভিও)

Tower of god ( এনিমে রিভিও)

*

প্রথমত এটি আমার রিসেন্টলি দেখা এনিমে । খুব ভিন্ন ধাঁচের গল্প এটি। আর আমার খুবই ভালো লেগেছে ।


এটি ভিন্ন কারন এটি একটি এনিমে হলেও এর লেখক ও কমিক প্রোভাইডার হলো কোরিয়ান কমিক কালচার থেকে । অর্থাৎ সাধারণত এনিমে এড্যাপ্টেশন হয়ে থাকে জাপানিজ কমিক থেকে যাকে আমরা মাঙ্গা (manga) বলে থাকি । কিন্তু tower of god এনিমেটির এড্যাপ্টেশন নেওয়া হয়েছে কোরিয়ান কমিক থেকে যাকে মানওয়া (manhwa) বলে । দুইটাই কমিক তবে আলাদা দেশ এর আলাদা কমিক কালচার শুধু । যদিও এই এনিমে এর স্টুডিও জাপানিজ টিক ই । আর দুইটি জনপ্রিয় কমিক ওয়েবসাইট একত্রে মিলে tower of god জনপ্রিয় মানওয়া টি এনিমে এড্যাপ্টেশন দিতে সহায়তা করে ।


এবার আসি এর গল্পে ...


একটা টাওয়ার , যার সর্বশেষ পর্যন্ত কেউ যদি উঠতে সক্ষম হয় তাহলে তাকে দেওয়া হবে এমন শক্তি যে সে যা চাইবে তাই পাবে । কোনো প্রশ্ন , শক্তি , অর্থ , যাই হোক । মূলত তাকে দেবতা হিসেবে ও গণ্য করা হবে । অর্থাৎ যেই ওই টাওয়ার টির চূড়ায় পৌঁছাতে পারবে সে দেবতা হওয়ার ক্ষমতা পাবে । সে জন্য টাওয়ার এর নিচ তলা থেকে সবাই চেষ্টা করে সেটা পর করার । আর এর জন্য তাদের বিভিন্ন টেস্ট এর সম্মুখীন হতে হয় । ওই টাওয়ার এর নির্দিষ্ট ফ্লোর হচ্ছে এক একটি টেস্টিং এরিয়া । যেখানে সবাইকে পর হতে হবে পরীক্ষায় উর্তীন্য হওয়ার মধ্যমে ...


গল্পটা শুরু হয় রিচেল আর বিম কে নিয়ে । রিচেল হচ্ছে একজন মেয়ে যার সপ্ন সে টাওয়ার এর সর্বোচ্চ চুড়ায় যাবে শুধু তারা দেখার জন্যে । আর বিম হচ্ছে বাকিদের । টাওয়ার এর একজন সদস্য । সে তার স্মৃতি শক্তি হারিয়ে ফেললে রিচেল তাকে সাহায্য করে । প্রয়োজনীয় নীতি এবং আচরণ সবই । বিম খুব সহজ সরল মনের একজন , তার টাওয়ার এর প্রতি কোনো আগ্রহ নেই । কিন্তু রিচেল টাওয়ার এর জন্য এতটাই উদ্বিগ্ন যে বিম কে একা ফেলেই সে টাওয়ার এর উদ্দেশে রওনা হয় । আর বিম ও তাকে খুজার জন্য টাওয়ার এ যাওয়ার সিদ্ধান্ত নেয় । এর মধ্যে অনেকেই বিম এর বন্ধু হয় । তারা সবাই সিদ্ধান্ত নেয় যে সবাই একত্রে টাওয়ার এর চূড়ায় যাবে । এরি মধ্যে বিম রিচেল কে খুঁজে পেলেও রিচেল বিম এর থেকে দূরত্ব বজায় রাখে । এমনকি এক পর্যায়ে রিচেল বিম কে হত্যাও করার চেষ্টা করে ...


এনিমে টার প্রথম সিজেন ১৩ টা এপিসোড নিয়ে । এর সাউন্ড আর গ্রাফিক্স আমার ভালোই লেগেছে। যদিও গ্রাফিক্স টা অন্যান্য এনিমে থেকে আলাদা । তবুও সুন্দর ই ছিল । সাধারণত ছোট ও কম এপিসোডের এনিমে গুলো দেখতে খুব সুন্দর ও ভালো হয়। এসব এনিমে তে গল্প খুব সুন্দর করে বুঝিয়ে দেওয় হয় যার কারনে সবার ই ভালো লাগে । tower of god ও সে ক্ষেত্রে সবার ভালো লাগবে ।তাই এফডিয়ান দের বলতে পারি আগ্রহ থাকলে একবার দেখে নিবেন এই এনিমে টি... 🙂


ওহ হ্যাঁ, এই এনিমে এর জেনর হচ্ছে , রোমেন্স / এডভেঞ্চার / স্লাইস অফ লাইফ । তবে অল্প খানেক কমেডি তো থাকবেই এনিমে তে ,তাই না ?? বিষয়টা ভালো লাগে আমার । 😗

*




3 Comments 592 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024