FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

একার সংগ্রাম

একার সংগ্রাম

*

একা থাকা টা একটা আলাদা আনন্দের। একটা সময় এসে পড়ে যখন না চাইতেও ঠিকই একা থাকতে হয়। একা থাকার সময়টাতে অনেক কিছুই মনে পড়ে। তার সাথে প্রথম দেখা। প্রথম কথা বলা। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত একে একে মনে পড়ে। আবার এসব মনে করে একাই হাসবেন। আর ফিসফিস করে বলবেন, পাগল একটা।

আসলেই কি পাগল ছিল সে! প্রতিটা মানুষ ই আরেকজনের উপর মুগ্ধ হয় তার পাগলামি দেখে। সম্পর্কের শুরুর পাগলামি গুলো সময়ের সাথে তাল মিলিয়ে হারাতে শুরু করে। তখন সুখের স্মৃতির সাথে ভেসে আসে বিরহের স্মৃতি। চোখের কোনা একটু হলেও ভিজে তখন। আসলেই আমি যদি একটু রয়ে সয়ে থাকতাম তাহলে হয়ত একা থাকা হতো না। আজ সে ঠিকই আরেকজন এর ঘর আলো করছে! আর আমি! এক দীর্ঘ শ্বাস মাত্র।

বাইরে মুশুল ধারে বৃষ্টি হচ্ছে। জানালার আয়না বেয়ে বৃষ্টির পানি । এক নয়নে বাইরে তাকিয়ে! হাতে সমরেশ মজুমদার আর ল্যাপটপ এ বাজছে রবীন্দ্র সংগীত।

এখনো অনেক পথ চলা বাকি। ঝড় আসছে। অনেক বড় ঝড়। সময়টুকুন কাটাতে হবে একাই।

*




1 Comments 541 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024