FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

কবিদের বুড়ো হতে নেই

কবিদের বুড়ো হতে নেই

*

আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে
তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু
তোমার জন্য।


উপরের লাইন গুলো কার লেখা বলুন তো?
কবি নির্মলেন্দু গুণের কবিতা কিছু লাইন । এই কবিতা শোনেননি এমন কেউ হয়ত নেই এখানে।

কবিতা আমি আগে বিশেষ পছন্দ করতাম না। বাড়িতে যদিও সঞ্চিতা আর সঞ্চয়িতা দুটো বই ই বেশ পঠিত ছিল, কিন্তু শুধু ছোটদের কবিতা ছাড়া বাকি সব বিদঘুটে লাগত, কারণ আগা মাথা কিছুই বুঝতাম না। কবি রা লিখে কি আর বুঝাতে চায় কি এটা বরাবরই রহস্য ছিল আমার কাছে।
এই বিরক্তিকর কবিতা একসময় ভাল লাগতে শুরু করল। বড় মামার আলমারি তে পেলাম হেলাল হাফিজ আর তসলিমা নাসরিনের কবিতার বই। টুকটাক বুঝতে পারতাম যা সেটুকুই ভাল লাগত।
তারপর একদিন চোখে পড়ল নির্মলেন্দু গুণের কবিতা।
অদ্ভুত ভাল লাগল। বলে রাখি, তখন কোন কবি কেই তেমন চিনতাম না, শুধু কবিতা পড়েছি টুকটাক।
কবি নির্মলেন্দু গুণের দুই কি তিনটা কবিতা পড়েই মনে মনে তার প্রেমে পড়ে যাই -shy-

এসব ঘটনা চলছিল ইন্টারের শেষের দিক। এরপর ভর্তি পরীক্ষার ঝামেলা শেষ করে অনার্স এ ভর্তি হলাম। তখনও জানতাম না সামনে আমার জন্য কত বড় সারপ্রাইজ ছিল -crush-
সেন্ট্রাল অরিয়েন্টেশন এর দুইদিন আগে জানলাম কবি নির্মলেন্দু গুণ আসবেন। এর আগে কখনোই তাঁকে দেখিনি। আমাকে আর কে পায়! আনন্দে আমি আত্মহারা! -love- বিশেষ কারণে বাসায় আসার কথা ছিল, সব ক্যান্সেল করে দিলাম। এখনো মনে আছে, দিনটা ছিল ৬ মার্চ। আগের রাতে ঘুমাতেও পারিনি।


ইচ্ছা ছিল একদম সামনের গ্যালারিতে বসব। কিন্তু দজ্জাল সিনিয়রদের কিছু ঝামেলায় পড়ে জায়গা পেলাম বেশ পিছনে। অনুষ্ঠান শুরু হল কিন্তু কবি সাহেবের দেখা নাই। বসে আছি, বসে আছি, বসে আছি, অবশেষে তিনি আসলেন -hbit-
সময় টা যেন কচ্ছপের গতি তে চলছিল, বুঝতে পারছিলাম না এ কি দেখছি। আশেপাশে জিজ্ঞেস করছিলাম সত্যিই কি তিনি এসেছেন! বিশ্বাস হল যখন ভিসি মাইকে বললেন। তিনি আসলেন, কিন্তু আসলে তিনি আসলেন না। -cry-

যিনি এলেন, তিনি বেশ বয়স্ক, লম্বা লম্বা দাড়ি সব পেকে সাদা। কন্ঠে বয়সের ভার! :-(
কবিরা বুড়ো কেন হবে? তারা হবে হাসিখুশি অথবা বিষাদগ্রস্ত তরুণ! অথবা যুবক! অথবা পুরুষ! কিন্তু বুড়ো কেন হবে? প্রচুর কষ্ট পেলাম। মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকেই উঠে পড়েছিলাম সেখান থেকে। যাকে না দেখেই ভাল্লাগত ইনি তো তিনি নন। -cry-

কবিদের বুড়ো হতে নেই, কক্ষনও না -sad-

*




15 Comments 620 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024