FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

INSHAALLAH লিখার সঠিক নিয়ম এবং কিছু ভূল বিশ্বাস নিয়ে আলোচনা।

INSHAALLAH লিখার সঠিক নিয়ম এবং কিছু ভূল বিশ্বাস নিয়ে আলোচনা।

*

আসসালামুয়ালাইকুম

আমরা মুসলিম রা বেশির ভাগ ই যেকোন ভালো কাজ যাতে সঠিক ভাবে হয় তার জন্য আল্লাহ র উপর ভরসা করে বলি ইনসা-আল্লাহ।
এর অর্থ if Allah will, অর্থাৎ যদি আল্লাহ চায়!


তো আমরা যারা ফোনে টাইপিং করে কথা বলি আমরা সবাই কমবেশি বাংলিশ বা ইংলিশ এ লিখি INSHAALLAH.



কিন্ত এখানে কিছু ভূল ধারনা আছে যা আমি কাটাতে চাই সেটা হলো INSHAALLAH র মূল এরাবিক ভাষায় যদি আমরা লিখতে যাই তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে in sha Allah.

Three separate word. তিনটা আলাদা শব্দে আমাদের লিখতে হবে যদি আরবি হরফে আমরা লিখি।

একসাথে লিখা পসিবল না কারন তা আরবি গ্রামার এর নিয়ম।



এই আরবি ছাড়া আমরা যদি আমাদের ভাষা তে InshaAllah টা লিখি তাহলে তা যেকোন ভাবে লিখতে পারি।

অনেকে আর্গুমেন্ট করে যে একটা A কম হলে কিংবা কোলন বা আপ হাফ (') না দিলে কুফরি করা হয়

অনেকে এটাও বলে এভাবে না লিখলে এর অর্থ হয় Create Allah অর্থাৎ আল্লাহ তায়ালা কে সৃষ্টি করা ( আসতাগফিরুল্লাহ)।

কিন্তু এগুলো ভূল এবং ভ্রান্ত ধারনা।

শুধু আরবি বাদে অন্য যেকোন ল্যাংগুয়েজ এ যে কোন ভাবে যদি আমি InshaAllah লিখি সেটা সঠিক বলে ধরা যাবে এতে কোন কুফ্রি নাই।



আপনারা জানলে অবাক হবেন মালায়াম ভাষায় InshaAllah লিখা হয় InshyaAllah.

শাহ এর লিখিত হিসাবে তারা Sha এর জায়গায় Shy লিখে
তারমানে কি তারা কুফরি করতেসে? কখনোই না।

সোজা কথায় আপনি আরবি তে লিখা ছাড়া যেকোন ভাবে যা বুঝা যাবে যে ইনশাআল্লাহ বলতেসেন সেটাই সঠিক এটায় কোন সন্দেহর অবকাশ নেই।


আমাদের দেশে ইনশাআল্লাহ লিখা যায় অনেক ভাবে
Inshaallah
Inshallah
InshaAllah
যেকোন ভাবে আপনি সঠিক অর্থ টা বুঝাতে পারলেই আপনার লিখা সঠিক।


এখন বাকিটা মনের ব্যাপার এখন আপনি একটা A বাড়াতে চান হবে
আবার যদি চান আল্লাহ র নামের প্রথম অহ্মর বড় রাখবেন এটা টোটালি আপনার উপর।
কিন্তু এটা নিয়ে অন্যকাউকে দোষারোপ করা চলবে না।


আমরা খাদিজা বানান করি Khadijah
কিন্তু তুর্কি ভাষায় এর লিখিত রূপ Hatice.
সেখানে হা এবং দি এর লিখিত রূপ ভিন্ন কিন্ত উচ্চারন রূপ সব খানে এক।

এটা হাতিচ না খাদিজা ই। উচ্চারনের ক্ষেত্রে তবে লিখিত ক্ষেত্রে আলাদা।



আর কেউ কেউ ব্লেইম করে Create Allah বলা হয় যদি কোলন বা অগুলা না দিলে।
বাট সৃষ্টির আরবি শব্দ টা হলো inshii (ইনশি)
যদি কেউ বলে inshiiallah তাহলে সেটা প্রহিবেটেব অর্থাৎ হারাম।

কিন্তু কেউ ইনশিইঅাল্লাহ বলে না সুতরাং ভ্রান্ত ধারনা থেকে মুক্ত হন

লিখুন যেকোন ভাবে যাতে করে সামনের লোক তা বুঝতে পারে।



পার্সোনাল ই আমি লিখি InshaAllah.
এটা একান্ত আমার ব্যাপার।


কারো কোন কথা থাকলে আমায় জানাতে পারেন।

Inspired by Mufti Menk


লিখা টা উনার থেকে অনুপ্রাণিত হয়েই লিখলাম
আরো অনেক টপিকে কথা বলব আমি
আগামী তে অন্যকোন টপিকে কথা হবে

সবাই ভালো থাকবেন
আল্লাহ হাফেজ

*




2 Comments 4297 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024