FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

সুন্দর & অসুন্দর- ইসলামের আলোকে ব্যাখ্যা

সুন্দর & অসুন্দর- ইসলামের আলোকে ব্যাখ্যা

*

আসসালামুয়ালাইকুম
আশা করি সবাই ভালো আছেন শারীরিক এবং মানুষিক ভাবে


আজ কথা বলব সুন্দর এবং অসুন্দর নিয়ে যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে।


আমাদের মধ্যে কারো গায়ের রঙ সাদা কারো কালো, কেউ খাটো কেউ লম্বা, কেউ চিকন কেউ মোটা তাই বলে কি আল্লাহ তায়ালা আমাদের উপর রহমত দান করা ছেড়ে দিয়েছেন?


নাহ কখনোই না, আমরা যে যেমন ই হই আল্লাহ তায়ালার কাছে আমরা সবাই খুব প্রিয় কারণ আমরা তার ই সৃষ্টি।



সবার কাছে সবাইকে ভালো লাগে না, কারণ সবার ভালো লাগার জন্য প্রয়োজক সঠিক চোখ এবং সঠিক মন।

আমরা প্রায় ই বলি ইনি এর সাথে কিভাবে আছেন
আবার আরেকজন বলে বেস্ট ম্যারিড কাপল ইন দা উয়াল্ড।


এটার কারণ আমাদের আছে ভিন্ন ভিন্ন টেস্ট ভিন্ন ভিন্ন ভালো লাগা।
তবে এখানে কথা হলো আমরা মানুষকে নিচু দেখাই বা মানুষ এর খুদ ধরি বার বার।


আমার কাছে কাউকে ভালো লাগতেই পারে, সেটা আরেকজন এর কাছে ভালো না ও লাগতে পারে।


আসুন জেনে নি এই সম্পর্কে আল্লাহ তায়ালা কুরঅান শরীফ এ কি বলেন,


সূরা ত্বীন এর প্রথম ১-৪ আয়াত এ আল্লাহ বলেন




"" শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, এবং এই নিরাপদ নগরীর (মক্কা)। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। ""




আল্লাহ হু আকবর, এই আয়াত এ আল্লাহ তায়ালা পবিত্র ফল, পর্বত এবং নগরীর কসম করে বললেন মানুষকে তিনি বানিয়েছেন সবচেয়ে সুন্দরতম গঠনে বর্নে।

কত বড় একটা বিষয় একটু ভেবে দেখুন আল্লাহ র নিজের কসম এটা।


যেখানে আল্লাহ তায়ালা কসম করে বললেন সবাই সুন্দর সেখানে আমরা মানুষ কোন মানুষ কালো বা খাটো বা মোটা চিকন হলে হাজার কথা বলি হাজার বাছ বিচার করতে থাকি।


এই বাছাবাছি আর খোটার পরিনাম হলো এই আয়াতকে বিশ্বাস না করা। আর আয়াত বিশ্বাস না করা কবিরাহ গুনাহ আর পূর্ন বিশ্বাস স্থাপন না করা।


এর মত বাজে কাজ আর হতে পারে না যে আল্লাহ তায়ালার আয়াতকে উপহ্মা করে।



আবার অন্য আরেক সূরায় আল্লাহ বলেছেন, পারলে আমার মত একটা সৃষ্ট সৃষ্টি করে দেখাও।


আল্লাহ তায়ালা চেলেঞ্জ করে দিয়েছেন।
আমার সূরার নাম মনে পড়ছে না তাই লিখে দিতে পারলাম না।



সুতরাং শাকসবজির মত মানুষ কে বিচার করা মানুষিকতার সর্ব নিম্ন স্তর।


সাদা কালো মোটা চিকন লম্বা খাটো সব ই আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য।
কখনোই এটাকে খারাপ বা বাজে বলে উপেহ্মা করা যাবে না।




আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক
সবাই ভালো এবং সুস্থ থাকুন
আল্লাহ হাফেজ





inspired by Mufti Menk

*




9 Comments 631 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024