FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

TIME TRAVEL

TIME TRAVEL

*

আমরা সবাই জানি ৩ টি মাত্রা সম্পর্কে

১) দৈর্ঘ ২) প্রস্থ ৩) উচ্চতা

এই ৩ টি মাত্রা দিয়ে আমরা ভ্রমন করতে পারি.....কিন্তু আরেকটি
নূন্যতম মাত্রা চিন্তা করা হয় সেটি হলো সময়.... আমরা দৈর্ঘ্য, প্রস্থ,উচ্চতা এই ৩ টি মাত্রা বরাবর ভ্রমন করতে পারি....কিন্তু আমরা কী সময় বরাবর ভ্রমন করতে পারি🤔🤔

কুড়ি দশকের বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এটি বলেন এই পুরো ইউনিভার্স এ টাইম একটি ইলিউশান যেটি প্রত্যেক এর জন্য আলাদা আলাদা হতে পারে... এটি ডিপেন্ড করে স্পেস এ তার গতিবেগ এর উপর......সময় & স্পেস একে অপরের সাথে জুড়ে আছে...যেটিকে আমরা স্পেসটাইম বলি....এবং স্পেস এ আলোর গতিবেগ প্রত্যেক দর্শকের জন্য ধ্রুবক...আপনি স্হির হউন বা আলোর গতিবেগের সমান ট্রাবেল করুন......প্রত্যেক অবজার্ব এর জন্য আলোর গতিবেগ ৩ লাখ কিমি/ সেকেন্ড ই হবে এবং সময় ভরের উপরও নির্ভর করে অত্যাধিক ভর বিশিষ্ট মহাকাশীয় বস্তুর কারনে সময় স্লো হয়ে যায়.....

টাইম ট্রাভেল এর কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি ঃঃ

1) যখন আপনি স্পেস এ কোন কিছুর সাপেক্ষে এ যদি আলোর গতির সমান গতিতে ভ্রমন করেন তা হলে আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে তা হলো যাদেরকে আপনি পিছনে ফেলে এসেছেন তাদের সময়ের তুলনায় আপনার সময় অনেক স্লো হয়ে যাবে এর অনুভব আপনি তখনই করতে পারবেন যখন আপনি স্হির অবজার্ভার বা দর্শকদের কাছে ফিরে আসবেন......একটা উদারহন দেয়া যাকঃ... ধরুন আপনি লাইটের সমান গতিতে একটি স্পেস এ ট্রাভেল করছেন ধরে নিন তখন আপনার বসয় ১৫ বছর আপনি ৫ বছর পর যখন আপনার বয়স ২০ হবে তখন যদি আপনি আবার পৃথিবীতে ফিরে আসেন এসে আপনার ফ্রেনডদের যারা আপনার সমবয়সী ছিল তাদের বয়স ততদিনে ৬৩-৬৪ বছর হয়ে যাবে🤒🤒🤒 এর মূল কারন হলো আলোর গতিবেগের সমান গতিতে ট্রাভেল করার কারনে আপনার জন্য সময় স্লো গিয়েছে.....

2) BLACK HOLE: যা সময়কে স্লো করে দেয়....মহাকাশে একধরনের ব্ল্যাকহোল রয়েছে আমরা ঔ ব্ল্যাক হোল এর যত কাছাকাছি সময় আমাদের জন্য তত স্লো হতে থাকবে.....তাই আমরা বলতেই পারি স্পেস স্টেশনে থাকা লোকেরা টাইম ট্রাভেলার

3) WARM HOLE: অনেক বিজ্ঞানীর মতে warm hole বলতে কিছু আছে যার উপর এখনোো গবেষনা চলছে কিন্তু এর যুক্তিযুক্ত কোনো প্রমান আজও মিলেনি তাদের ভাষ্য মতে warm hole এর কাজটাও অনেকটা black hole এর মত তবে এ নিয়ে মতভেদ আছে


সুতরাং আমরা বুঝতে পারছি টাইম ট্রাভেল করা পসিবল


আমরা এতটুক কিন্তু ভবিষ্যতের টাইম ট্রাভেল নিয়ে বলা হলো

এবার আসা যাক অতীতকে নিয়ে......... বিজ্ঞানীরা বলেছেন " অতীত টাইম ট্রাভেল করা ইউনিভার্স এর বেসিক তথ্যকে উলংঘন
করে......যা বিভিন্ন প্যারাডক্স এর সৃষ্টি করে" তাই হয়ত কখনো অতিতে টাইম ট্রাভেল করা সম্বভ হবে না।

*




0 Comments 588 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024