উপকরণ : আতপ/ পোলাও এর চালের মিহিগুঁড়া ১/২ কাপ নরম নাড়কেল মিহি করে বাটা ২ টেবিল চামচ চিড়া ধুয়ে ভিজিয়ে রাখা ১/২ কাপ তরল দুধ ১ কাপ ডাবের পানি ১/২ কাপ আদাবাটা ১/২ চা চামচ লবণ ও চিনি পরিমাণমতো মুড়ি ইচ্ছে তাল / নারকেলের ফোপর - ইচ্ছে
প্রণালী : প্রথমে একটি পাত্রে আতপ চালের গুঁড়া, লবণ, চিনি, ডাবের পানি, দুধ ও ভিজিয়ে রাখা চিড়া নিয়ে ব্লেন্ডারে মিক্স করুন। এরপর আদা বাটা ও নরম নারকেল বাটা দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিন। এখন এই ব্লেন্ড করা পানীয় টি ২ ঘন্টা ফ্রিজ এ রাখুন। ২ ঘন্টা পর এবার পরিবেশন এর পালা। গ্লাস এ ঢেলে এর উপর মুড়ি ও তাল/ নারকেলের ফোপর ছড়িয়ে পরিবেশন করুন।
Posted By: oporajita
Post ID: 6788
Posted on: 2 years 7 months ago
Authorized by: holud_himu