ছোট বাচ্চা থাকলে ঘর এলোমেলো থাকাটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হয়।
সব সময় সুন্দর টানটান করে গুছিয়ে রাখা ঘরগুলো বেশীরভাগ সময়ই শিশুবান্ধব হয় না। ঘরের পরিচ্ছন্নতা এবং সাজানো এক বিষয় নয়। শিশু ঘরের দেয়ালে আঁকিবুঁকি করবে, কাগজ কেটে খেলনা বানাবে, পর্দা- বিছানার চাদরের নিচে ঢুকে পালিয়ে যাওয়া খেলবে এটাই স্বাভাবিক। এতে করে ঘর এলোমেলো হলে হবে। আপনি তাকে শেখাতে পারেন, খেলার শেষে সবকিছু আবার যায়গামত গুছিয়ে রাখা।
লক্ষ্য রাখুন, আপনার ঘর সাজানোর অভ্যাসের জন্য শিশুর খেলা যেন বিঘ্নিত না হয়। পারিপার্শ্বিক বাস্তবতার কারনে এমনিতেই এখনকার শিশুরা আর বাড়ির বাইরে যেয়ে খুব বেশি খেলতে পারে না। ঘরেও যদি সেটা না পারে তবে শিশুর শৈশব আনন্দময় হবার কোন কারন নেই।
মনে রাখবেন, আপনার ঘর অতিথির চোখে সুন্দর দেখানোর থেকে আপনার শিশুর জন্য আনন্দদায়ক হওয়া জরুরী। শিশুর কথা মাথায় রেখে ঘর গুছান, অতিথির কথা ভেবে নয়। ☺☺ #কালেক্ট
Posted By: arafat_dhaka
Post ID: 6819
Posted on: 2 years 7 months ago
Authorized by: