মানসিক রোগী বললেই সাধারণত রাস্তার পাশের উশকো-খুশকো চুলের ছেঁড়া কাপড় পরা কিছু মানুষের চেহারা চিন্তায় আসে। অথবা চোখের সামনে মানসিক হাসপাতালের চিল্লাচিল্লি করা বা হাসাহাসি করা লোকদের চেহারা ভেসে উঠে। শুধুমাত্র এরাই কি মানসিক রোগী? না। প্রকৃত বাস্তবতা একটু ভিন্ন কথা বলে। এ কারনে প্রকৃত অর্থে কারা মানসিক রোগী তা জানা উচিত।
মানসিক রোগ কি?
মানসিক রোগ হলো মস্তিষ্কের এক ধরনের রোগ। বিশেষজ্ঞদের মতে, মানসিক রোগ হচ্ছে একজন ব্যক্তির সুস্থভাবে চিন্তা করতে, আবেগ নিয়ন্ত্রণ করতে এবং সঠিকভাবে আচরণ করতে না পারা।
মানসিক রোগীদের যেসব উপসর্গ দেখা যাবে সেগুলো হলো-
ভ্রান্ত বিশ্বাস আবেগের পরিবর্তন আচরণ পরিবর্তন কর্মক্ষমতা হ্রাস মানসিক অস্থিরতা মাথা ব্যথা-মাথা ঘোরা দুশ্চিন্তা মানসিক ভীতি খিঁচুনি একই চিন্তা, বা কাজ বারবার করা মানসিক অবসাদ বিষণ্নতা বিরক্তিবোধ অসহায় বোধ করা স্মরণশক্তি কমে যাওয়া ক্ষুধা না পাওয়া কোনও কাজে মনোযোগ দিতে না পারা এবং আত্মহত্যা করার কথা বারবার ভাবা
মানসিক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়:
তাহলে বুঝা গেলো আমরা যাদেরকে মানসিক রোগী ভাবি তারা ছাড়াও আরো অনেকে মানসিক রোগে আক্রান্ত। মানসিক রোগ থেকে বাঁচার জন্য প্রথমে প্রয়োজন দৃঢ় ইচ্ছা শক্তি এবং ভালোভাবে বেঁচে থাকার অদম্য ইচ্ছা। নিম্নলিখিত কিছু পরামর্শ মানসিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকরী হতে পারে-
১। দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান
২। ভারসাম্যপূর্ণ ও স্থায়ী দৈনন্দিন তালিকা মেনে চলুন
৩। কাজে ব্যস্ত থাকুন
৪। পর্যাপ্ত পরিমাণ ঘুমান
৫। বিশ্রাম ও আরাম করার জন্য সময় নিন
৬। পুষ্টিকর এবং সুষম খাবার গ্রহণ করুন
৭। ধূমপান ও মদ্যপান সহ যাবতীয় নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন
৮। নিজেকে সবার থেকে আলাদা করা থেকে বিরত থাকুন
৯। ধর্মীয় কাজে সময় দিন
১০। পর্নোগ্রাফি দেখা পরিহার করুন
Posted By: sana (Premium User!)
Post ID: 6928
Posted on: 11 months 2 days ago
Authorized by: holud_himu