FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Kathal: A Jackfruit Mystery Movie Review by Lebu (Spoiler Free)

Kathal: A Jackfruit Mystery Movie Review by Lebu (Spoiler Free)

*



Movie Name : Kathal: A Jackfruit Mystery (19 May 2023)

Genre: Comedy || Crime || Drama ||

Director : Yashowardhan Mishra

Language : Hindi

IMDb: 6.9/10

Rotten Tomatoes : Not Found Yet

Personal : 4 / 5

Platform : Netflix


একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরী এই মুভিটি।





কাঁঠাল..... হ্যা মুভির নামই কাঁঠাল।

স্পয়লার ছাড়া ছোট্ট করে মুভিটার ধাচ বলে দি।



একটা ছোট্ট গ্রাম বা শহরের এক এম-এল-এ এর বাড়িতে থাকা উন্নত জাতের একটা কাঁঠাল গাছ থেকে এক-জোড়া কাঁঠাল চুরি হয়ে যায়।

এখন এম-এল-এ বলে কথা, পুলিশের উপর দায়িত্ব আসে যে সেই কাঁঠাল পাকার আগেই চোরের থেকে সেটা উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে কারণ সেই কাঁঠালের আচার খাওয়াবে মন্ত্রীমহাদয়কে। এম-এল-এ এর মতে এই কাঁঠাল ছাড়া অন্য কোন কাঁঠাল খাওয়ার উপযোগী না, ওসব গরুছাগল খায়।


এখন ৫ জন পুলিশ,এর মাঝে ১ জন ইনেস্পেক্টর, ১ জন হাবিলদার আর ৩ জন একি লো-র‍্যাংক এর পুলিশ মিলে খুজা শুরু করে চুরি হওয়া কাঁঠাল।



এর মাঝে আরেকটা ঘটনা ঘটে যায় যে সাধারণ এক লোকের মেয়ে নিখোজ ২ দিন ধরে।
এখন কথা হলো পুলিশ কি করবে, সে কি কাঁঠাল খুজবে? নাকি হারানো যুবতী মেয়ে খুজবে?
লেগে যায় কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন থেকে কিভাবে কি উপায়ে উদ্ধার হওয়া যায় সেটিই জানার জন্য আর প্রাণখুলে হাসার জন্য দেখতে হবে মুভি কাঁঠাল।



মুভিটা কেনো দেখবেন? আসুন জেনে নি তা পয়েন্ট আকারে:



১. অভিনয়: মুভিটা পুরোপুরি এই অভিনয়ের উপরেই বেসড করে বানানো। চমৎকার করে প্রতিটা কাস্ট তার সব টা দিয়ে অভিনয় করে গেছে।

সব চেয়ে বেশি প্রশংসার ভাগীদার আমাদের লিড ক্যারেক্টার মাহিমা ( আসল নাম : Sanya Malhotra)। উনার অভিনয় আসলেই সুন্দর, আমি এর আগেও উনার একটা মুভি দেখেছিলাম নাম ছিলো Photograph.

এটার রিভিও আমি দিয়েছিলাম এখানেই চাইলে গিয়ে পড়তে পারেন " Photograph Movie Review by Lebu


এরপর যিনি দারুন অভিনয় করেছেন তাকে আপনারা চিনেন, তিনি হলেন Rajpal Yadav.
মার্ভেলাস এক্টিং, আর Vijay Raaz অলয়েজ টপ নচ, যেটুক সময় স্ক্রিনে থাকেন, অন্যদিকে চোখ ফেরানো যায় না।


এছাড়াও বাকিরা তার জায়গা থেকে বেস্ট এফোর্ড দিয়েছে।


২. সুস্থ কমিডি : ভাই রে ভাই যা হাসা হাসছি এই মুভি দেখে, রাতে দেখতে গিয়ে বাড়ির মানুষ জেগে গিয়েছিলো হাসির শব্দে। নন-ভেজ কোন জোক্স বা কার্যকলাপ নেই। জাস্ট পউর কমিডি। ভাল্লাগছে


৩. কালচার : ভারত বিশাল এক দেশ, এই দেশের কোথায় যে কি হয় বা কোথায় কেমন মানুষের বসবাস তা বড়ই অদ্ভুত।

এই মুভিটা নর্থ ইন্ডিয়া বা উত্তর প্রদেশের মোবা নামের এক জায়গার ঘটনায় বানানো। আমার কাছে এই নর্থ ইন্ডিয়ানদের কথা কাজ ব্যাপক লাগে। এরা মন থেকে পিওর হয়, আর অন্য কালচার নিজের মাঝে নিতে চায় না।


মুভিতে একদম অজপাড়ার চাল চলন বলন সব তুলে ধরা হইছে। গরিব মানুষরা কি পরিমাণ সাদা মনের হতে পারে, আর অন্যদিকে ক্ষমতাসীন লোকেরা কি পরিমাণ বিভেদ করতে পারে তা এখানে দেখানো হইছে সত্যিটা।

আর জাত-পাতের কথা তো বাদই দিলাম। সে তো ভারতের চরম সমস্যার মাঝে অন্যতম।



৪. ডিস্ট্রারবেন্স : একটা মুভি তখন ই ঘেটে ঘ হয় যখন প্রয়োজন নেই এমন কিছু ভিতরে ঢুকায় দেয়া। ৯০% বলিউড মুভি এই খিচুড়ি বানায় তাই দেখতে ইচ্ছা করে না বা দেখি না।


তবে এটায় সেই সমস্যা দেখলাম না। কোন আজাইরা গান নাই, কোন অভাররিয়াক্ট নাই, কোন লুতুপুতু নাই, কোন অতিরিক্ত প্রেম বিনিময় নাই।

একদম যা নিয়ে মুভি + প্লট সেটা নিয়েই ১১৫ মিনিট চর্চা করে গেছে।



৫. Sanya Malhotra : 🥰🥰 ( নারীত্যাগি মানুষ তাই লিখলাম না কিছু, নয়তো সব চেয়ে বড় ব্লগ তাকে নিয়েই লিখতাম -shy-)



অত:পর, যদি একটা রিফ্রেশিং সুইট ফ্রেস কমিডি + ট্রেজেডি দেখতে চান তাহলে অবশ্যই এই মুভিটি দেখতে পারেন। ১১৫ মিনিট বরবাদ হবে না আশা করি। বাকিটা মুভি দেখে তারপর বুঝবেন। আর হ্যা চাইলে ইংলিশ সাবটাইটেল লাগায় নিয়েন, কিছু বিশুদ্ধ হিন্দি বুঝা কঠিন।


(ব্যাক্তিগত কথা: অনেক মুভি বা সিরিজ দেখা হয় যা আমি রিভিউ আকারে দিতে পারি না সময় এবং সুযোগের কারণে। তবে আমি কিছুটা আপডেট দি আমার ফেইক ফেসবুক প্রোফাইলে। ভুলেও আমাকে রিকুয়েষ্ট / ফলো দিয়েন না, আমি কিন্তু ফেইক 😌।)


ধন্যবাদ সবাইকে।

*




3 Comments 216 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024