FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

অগ্নিকান্ডের সময়, আগে ও পরে করণীয়

অগ্নিকান্ডের সময়, আগে ও পরে করণীয়

*

অগ্নিকান্ডের আগে করণীয়..
• জরুরি বহির্গমনের পথ নির্দিষ্ট করে চিহ্ন দিয়ে বা বাতি জ¦ালিয়ে ভবনে একাধিক দরজা ও সিঁড়ি রাখব
• আগুন প্রতিরোধক উপকরণ দিয়ে ঘরবাড়ি তৈরি করব এবং ঘরের সৌন্দর্য্য বাড়াতে সহজেই আগুন ধরে যায় এমন উপকরণ (যেমন: কাঠ, হার্ডবোর্ড/পারটেক্স ইত্যাদি) ব্যবহার করব না
• সহজেই আগুন লাগতে পারে এমন বিপজ্জনক দাহ্যবস্তু বা পদার্থ বাড়িতে মজুত করা থেকে বিরত থাকব এবং অন্যদের সচেতন করবো
• বাড়ির বৈদ্যুতিক ও গ্যাস সংযোগে নিরাপদ স্ফুলিঙ্গ নিরোধক স্যুইচ ও প্লাগ ব্যবহার করবো
• বৈদ্যুতিক ফিটিংস প্রতি মাসে অন্তত একবার পরীক্ষা করব। প্রয়োজনে পুরোনো ফিটিংস পরিবর্তন করবো
• জলন্ত সিগারেট এবং মশার কয়েল থেকে সাবধান থাকব
• কুপি, মোমবাতি, খোলাবাতি ইত্যাদি ব্যবহারে সাবধানতা অবলম্বন করবো
• ছোট ছেলেমেয়েদের আগুন বিশেষ করে আতশবাজি, তারাবাতি ইত্যাদি নিয়ে খেলা করতে নিষেধ করবো
• রান্নার পর চুলা নিভিয়ে ফেলব এবং চুলার উপর ভেজা লাকড়ি বা কাপড় শুকাতে দেয়া থেকে বিরত থাকব
• ইস্ত্রি এবং ওয়াটার হিটারে বৈদ্যুতিক সংযোগ লাগিয়ে রেখে কখনও সেখান থেকে সরে যাব না
• বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আর্থিং সংযোগের ব্যবস্থা রাখব
• মাল্টিপ্লাগ ও মোবাইল চার্জার ব্যবহারে সাবধানতা অবলম্বন করবো
• পরিবারের সবাইকে জানিয়ে বাড়ির একটি নির্দিষ্ট স্থানে অগ্নি-নির্বাপক যন্ত্র রাখব। নির্দিষ্ট সময় পর পর অগ্নি-নির্বাপক যন্ত্রের কার্যকারিতা যাচাই করব এবং পরিবারের সবাইকে অগ্নি-নির্বাপক যন্ত্রের ব্যবহার শিখিয়ে দেবো
• হাতের কাছে সবসময় দু-বালতি পানি বা বালু রাখব
• নিকটবর্তী পানির উৎস চিনে রাখব এবং ফায়ার সার্ভিস ও হাসপাতাল/ক্লিনিকের জরুরি টেলিফোন নম্বর সংগ্রহ ও সংরক্ষণ করে রাখব
• স্থানীয় ফায়ার সার্ভিসের যোগাযোগের নম্বার নিজের ও পরিবারের সদস্যদের কাছে রাখব।
• পরিবারে যদি শিশু, গর্ভবতী নারী, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তি থাকে তবে জরুরি পরিস্থিতিতে তাদের নিরাপদ আশ্রয়স্থানে সরিয়ে নেওয়ার জন্য পরিবারের সবাই মিলে আগাম পরিকল্পনা করবো

অগ্নিকান্ড চলাকালে করণীয়..
• আগুন লাগলে ঘাবড়াবো না। মাথা ঠান্ডা রেখে করণীয় ঠিক করবো। আগুনের বিস্তার রোধ করবো। আশেপাশের দাহ্য বস্তু সরিয়ে নিব।
• আগুন লাগলে সাথে সাথে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করবো ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবো
• আগুন লাগলে প্রাথমিক অবস্থাতেই ফায়ার সার্ভিসকে সংবাদ দিব এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসার পূর্ব পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রাখব
• কম্বল, কাঁথা, ছালা বা মোটা কাপড় ভিজিয়ে চাপা দিয়ে তেল জাতীয় আগুন নেভানোর চেষ্টা করবো
• বৈদ্যুতিক আগুনে বাড়ির প্রধান বৈদ্যুতিক স্যুইচ দ্রæত বন্ধ করবো
• আগুন ছড়িয়ে পড়লে এবং সহজে নেভানো না গেলে দ্রæত ভবন ত্যাগ করবো
• আগুন যেহেতু উর্দ্ধমুখী হয় তাই প্রথমে যে ফ্লোরে আগুন লেগেছে সেই ফ্লোর এবং উপরের ফেøারের লোকদের আগে নামতে ও নামাতে সহায়তা করব। নিচে নামার ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে দ্রæত নেমে আসব।
• ভবন ধোঁয়ায় ভরে গেলে বের হবার সময় নাকে-মুখে একটা কাপড় চেপে ধরব (ভেজা হলে ভালো হয়) এবং যতটা সম্ভব নিচু হয়ে বা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বের হয়ে আসব
• পরনের কাপড়ে আগুন লাগলে না দৌড়িয়ে মাটিতে গড়াগড়ি দেব। পুড়ে গেলে আক্রান্ত স্থানে ধীরে ধীরে গড়িয়ে পানি ঢালব। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেব ও পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেব।

অগ্নিকান্ডের পরে করণীয়..
• জরুরি সেবাবিভাগসমূহের (যেমন: ফায়ার সার্ভিস, স্থানীয় থানা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাসপাতাল ও সিটি কর্পোরেশন/জেলা/উপজেলা/ ইউনিয়ন/পৌরসভা/প্রশাসন) সাথে দ্রæত যোগাযোগ করব
• ৯৯৯ নম্বরে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানাব
• পরিবারের নিখোঁজ ও আটকেপড়া সদস্যদের অনুসন্ধান এবং উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত উদ্ধারকারীদলকে তথ্য জানিয়ে সহায়তা করব
• পরিবারের আহত সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব এবং প্রয়োজনে তাকে দ্রæত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করব
• পরিবারে যদি নারী বিশেষ করে গর্ভবতী নারী/মা, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তি থাকে তবে তাদের বিশেষ চাহিদাগুলো পূরণের ব্যবস্থা নেব
• আশ্রয়কেন্দ্রে/নিরাপদ স্থানে অবস্থান নেওয়া পরিবারের সদস্যদের জন্য সামাজিক অথবা সরকারি- বেসরকারি সংস্থাসমূহের সহায়তায় খাদ্য, চিকিৎসা, পানির ব্যবস্থা নিশ্চিত করবো
• পরিবারের ক্ষয়ক্ষতি সম্পর্কে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সঠিক তথ্য জানাব
• মানবিক ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবো
• অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী ও শিশুদের প্রতি সকল প্রকার হয়রানি, সহিংসতা, নির্যাতন, অপহরণ এবং পাচার প্রতিরোধে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখব



*




0 Comments 252 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024