![]() হ্যালো মুভি লাভাস জনতা, বেশ অনেক দিন পর আবারো আমার রিভিউ ব্লগে আপনাদের স্বাগতম। এই ব্লগে আমি আমার রিসেন্টলি দেখা ১০ টি মুভি নিয়ে ছোট করে রিভিউ প্রদান করব! আগেই বলে রাখছি এটা আমার একান্তই ব্যাক্তিগত মতামত! Recently watched 10 movie list : Movie- 1. Kantara (2022) 2. Waktu Maghrib (2023) 3. Insidious: The Red Door (2023) 4. Spider-Man: Across the Spider-Verse (2023) 5. Searching (2018) 6. The Flash (2023) 7. Guardians of the Galaxy Vol. 3 (2023) 8. The Killing of a Sacred Deer (2017) 9. Taxi Driver (1976) 10. Sleepers (1996) 1. Kantara - Imdb - 8.3/10 Rotten Tomatoes - 80% Personal - 98% কান্তারা অর্থ হলো একটি জংগলের রহস্য। মুভি টা ঠিক নামের সাথে মিল। বিশাল এক জংগল এবং তাতে বসবাস করা কয়েক শত পরিবার এবং তাদের শাসন কিংবা মুরিব্বি সেখানকার রাজা। আমি যতগুলো মানুষকে পজেজ (posses) করা মুভি দেখসি তার মাঝে এটা অন্যতম। অপদেবতা কিংবা পরম দেবতা এরকম মুভি আমাকে বেশি টানে না কিন্ত এই মুভিতে যে স্টোরি আর স্টোরি লাইনাপ দেয়া হয়েছে তা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমি মুভির বিন্দুমাত্র কোন স্পয়লার / স্টোরি কেমন কি বলতে চাই না, ব্লাইন্ড নলেজ নিয়ে দেখতে বসে যান, ভালো লাগা নিশ্চিত। এতটুকু বলি এখানে সেই দেবতাকে এমন ভাবে ইন্ট্রোডিউস করা হইছে যে আপনার তাকে পছন্দও হবে, ভয় ও লাগবে, ভালোওবাসবেন আবার আপসেট ও হবেন। পারফেক্টলি ব্যালেন্সড। শুধু তাই নয়, এর সিনেমেটোগ্রাফি এবং কালার গ্রেডিয়েশন টপ নচ। ১৬ কোটির মুভি ৪০০ কোটি আমদানি শুধু শুধু করে ফেলেনি কান্নাডার মত ইন্ডাস্ট্রি! ৯৮% রেটিং দেওয়ার কারণ টা একেবারেই পার্সোনাল, নিজের রেগুলেশনের সাথে যায়নি তাই নইলে ১০০% ই দিতাম। -Shared a Youtube Video ?si=cySToxUapSOd5N2h 2. Waktu Maghrib - Imdb - 6/10 Rotten Tomatoes - Not Found Personal - 75% হরর ফিল্ম, ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ার হরর মুভিগুলো ইসলামিক বেসড হয়ে থাকে, যেমন এই ওয়াক্তু মাগরিব হলো মাগরিবের আযানের ঠিক আগ মূহুর্ত। আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা এটা মানি যে মাগরিবের সময় কখনোই বাইরে ঘুরাঘুরি করা যাবে না কারণ সেই সময় জ্বীনেরা বিচরণ করে। এই মুভিতে এটাই দেখানো হয়েছে, মাগরিবের সময় কিছু বাচ্চা খেলা করতেসিলো জংগলের পাশেই, আর এক খারাপ জ্বীন তাদের উপর আক্রমণ করে। অতঃপর কিভাবে সেটা জানা এবং সেটা থেকে বাচানো যায় তাই দেখানো হয়েছে। মুভিতে ইসলাম রিলেটেড অনেক কিছু জানা এবং বুঝা যায় আর ভয় টাও ভালোই ফিল করা যায় কারণ এমনটা হয় রিয়েল লাইফেও। তাই মুভি টা আমার মোটের উপর ভালোই লেগেছে, টাইম ওয়েস্ট হয়েছে বলে মনে করি না। তবে ছাতার মাথা আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আগেই বুঝে যাই, এটা একটা বিরক্তকর ব্যাপার, ডিরেক্টরের আরো বেশি মনযোগের দরকার ছিলো। -Shared a Youtube Video ?si=2r95Jfp6Wbx8LK3x 3. Insidious: The Red Door Imdb - 5.5/10 Rotten Tomatoes - 38% Personal - 65% এটাও একটা হরর মুভি। এই মুভির এই পার্টের আগে আরো ৪ টা পার্ট আছে যা আমি দেখি নি, ৫ নম্বর টাই আমার প্রথম দেখা। তবে ৪ টা দেখাই লাগবে এমন কোন ম্যাটার না, স্টোরি এবং লাইনাপ ইজিলি ক্যাচ করা গেছে। মুভি টা খুব যে ভালো হয়েছে তা বলব না তবে দেখা যাবে না এমন মুভিও না। চাইলেই দেখা যায় যদি হরর মুভি ভালো লাগে আপনার। তবে আমার এই মুভির ২ টা জিনিস ভালো লাগছে সেটা হলো ছেলের প্রতি বাবার অকৃত্রিম ভালোবাসা এবং একটা সময় গিয়ে ছেলে তা উপলব্ধি করা যা সত্যিই রিয়েলেস্টিক লেগেছে। আরেকটা জিনিস হলো লজিক্যাল গোস্ট, এই ভূত ভাই লজিক ছাড়া কাজ করে না, যা একটু অদ্ভুত হলেও ইন্টেরেস্টিং। সো চাইলে আপনারা দেখতে পারেন, এতে আমার প্রিয় এক্টর প্যাটরিক উইলসন আছে আর তিনিই মুভির ডিরেক্টর । (ডিরেক্টর হিসেবে ভালো না লালেও এক্টর হিসেবে আমার দারুন লাগে) -Shared a Youtube Video ?si=xTXiH5VZhtVY7hT3 4. Spider-Man: Across the Spider-Verse Imdb - 8.7/10 Rotten Tomatoes - 96% Personal - 95% মার্ভেল যখন একের পর এক অখাদ্য দিয়েই যাচ্ছিলো তার মাঝে গবরে পদ্ম ফুলের মত ফুটে উঠেছে এই মুভিটা। অসাধারণ এই এনিমেটেড মুভি দেখে মন ভরে যায়। এনিমেশনে যখন বাজেট লিমিটেড থাকে না তখনই এই ধরণের কাজ করা সম্ভব। এত এফর্ড আমি শেষ দেখেছিলাম র্যাংগো মুভিতে। র্যাংগোর থেকেও বেশি ক্রিয়েটিভ আর এফর্ড এই মুভিতে আছে, মুভিতে দেখানো প্রতিটা এলিমেন্ট প্রতিটা রং মুভির সাথে রিলেটেড, ঠিক সেই মূহুর্তের সারহে রিলেটেড, ক্যারেকটারের ফিলিংসের সাথে রিলেটেড। এই তো গেলো শুধু এনিমেশনের কথা, স্টোরি এত স্ট্রং হবে আমি ভাবিও নি, গত দেড় বছর ধরে এই মুভির রিউমার , লিকড এইসব ফলো করতেছিলাম আমি কিন্ত এত স্ট্রোং আর আনপ্রিডিক্টেবল হবে ভাবিও নি। আর কে ঠিক কে ভুল, কে নায়ক কে ভিলেন এটা আইডেন্টিফাই করা আর খড়ের গাদায় সুই খোজা একি কথা, হয়তো দেখাবে এইজন ভিলেন এইজন হিরো কিন্ত এর ব্যাকস্টোরি ভাবলে দ্বিধায় পড়ে যেতে হবে, যেমন টা আমরা মার্ভেল ফ্যান রা পড়সিলাম থেনোস কি আসলেই ভিলেন ছিলো? আর বেশি কিছু বলতে চাই না, অনায়াসে দেখে নেন মুভিটা -Shared a Youtube Video ?si=MH9Db73T1LTuURHN 5. Searching Imdb - 7.6/10 Rotten Tomatoes - 92% Personal - 90% খুবই ইন্টেরেস্টিং এবং ভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা একটা মুভি। পুরো মুভিটাই হলো ল্যাপটপ কিংবা মনিটরের স্ক্রিনে। যা দেখানো হয় সব একটা মনিটরেই দেখানো হয়। শুনতে অদ্ভুত শুনালেও ব্যাপার টা এরকম। তাহলে বলতে পারেন ক্যারেক্টারদের কিভাবে কথা বা দেখানো হয়? একি উপায়ে, হয় ভিডিও কল এ, অথবা কোন ভিডিও ক্লিপে কিংবা ছবিতে। সম্পূর্ণটাই ডিজিটালাইজড। এরকম একটা ইন্টেরেস্টিং চিন্তা একটা ইন্টেরেস্টিং মানুষের থেকেই আসতে পারে। ডিরেক্টর Aneesh Chaganty নিজেই একটা ইন্তেরেস্টিং পারসোন, সে গুগলের এক্স ইম্পলয়ি ছিলেন, তিনি গুগলের তার জব ছেড়ে দিয়েছেন শুধুমাত্র এই মুভিতে সময় এবং শ্রম দেওয়ার জন্য এবং তার সিদ্ধান্ত সঠিক ছিলো। মুভিটার বেস সিম্পল, আদরের একমাত্র মেয়ে যার মা মারা যায় অসুখে, বাবার কাছেই মানুষ। মেয়ে টিন এইজে আসার পর হঠাৎ মেয়ে মিসিং হয়ে যায়, বাবা তখন মেয়েকে খুজতে মেয়ের ল্যাপটপে লগিন করেন। তারপর............ এই তারপর জানতে অবশ্যই মুভিটি দেখতে হবে, ক্রিয়েটিভনেস ফুটে আছে পুরো মুভিতে। -Shared a Youtube Video ?si=Sgn4G2Iz1IWBJd3b 6. The Flash Imdb - 6.6/10 Rotten Tomatoes - 63% Personal - 20% " সাইত্তেয়া নাস, পেয়সা বারবাদ" - ঠিক এই লাইন টাই বলসে মানুষ থিয়েটার থেকে বের হয়ে। আমিও চাইসিলাম মুভিটা থিয়েটারেই দেখব কিন্ত মন লাস্টে টানে নাই, কারণ ডিসি মুভি Zack Snyder এবং Christopher Nolan ডিরেক্টেড ছাড়া আর কারো ডিরেকশনে আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই। আজগুবি গাজাখুড়ি লজিক দিয়ে, দুনিয়ার সব ভিএফেক্স লাগায়ে, আজাইরা সব ক্যারেক্টার কানেকশন করায়ে যাচ্ছেতাই করে ফেলছে মুভিটা। যত আশা নিয়ে ছিলাম ততটাই নিরাশ হয়েছি। যেকোন ডিসি ফ্যান এই কথাই বলবে। আমার আড়াই ঘন্টাই বরবাদ সাথে অপেক্ষা করে ৪ক তে নামায়া দেখসি, আমার স্টোরেজ ও লস। btw, মাইকেল কিটোনের ব্যাটম্যান আমার জমানার ব্যাটম্যান না তাই আমার কোন ফিল নাই নসটালজিয়া হবার, আমার বাপের জমানার ব্যাট্ম্যান। আর ভাই সুপার গার্লের কথা বাদ দেয়াই ভালো, এমন লুলার লুলা আমাদের রাজিব্দা কিংবা খোকা মিয়াও না। ধুরো ২০% দিয়েছি শুধুমাত্র মিলারের দৌড়ানোর সিনের জন্য! -Shared a Youtube Video ?si=HKXo-fcbkNKhTUSO 7. Guardians of the Galaxy Vol. 3 Imdb - 7.9/10 Rotten Tomatoes - 82% Personal - 85% বছরে দুই একটা ভালো যা রিলিজ করসে মার্ভেল তাদের মাঝে এই মুভি একটা। মজার ব্যাপার এই মুভির কোন পার্ট ই খারাপ হয় নি। যথারীতি এই পার্ট টাও দারুন করেছে। এই মুভির মূল যে গ্রাউন্ড ব্রেক পয়েন্ট সেটা এর স্টোরি আর ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন। পুরা মুভি এক সেকেন্ডের জন্যও এর স্টোরি থেকে ছিটকে পড়ে নি। আমাদের প্রিয় রকেট এবার সব চেয়ে কম স্ক্রিন টাইম পেয়েও সবার মন জইয় করে নিছে। আর স্টার লর্ড সহ বাকিরা সেরা অভিনয় উপহার দিয়েছে। ফানি জোক্স, সিরিয়াসনেস, ইমোশন, বন্ডিং, লাভ, এনিমি সব আছে এতে। আমার মত অতিরিক্ত প্রাণী প্রেমী হলে দুই এক ফোটা চোখের পানিও পড়তে পারে ঠিক নাই। আমার মানুষের চেয়ে পশু-পাখিতেই ভালোবাসার যোগ্যতা খুজে পাই। যাই হোক আলাদা করে আর বেশি কিছু বলার নাই এই মুভি নিয়ে, অবশ্যি দেখার মত একটা মুভি! -Shared a Youtube Video ?si=urW6t9KdC8pT3GG1 8. The Killing of a Sacred Deer Imdb - 7.0/10 Rotten Tomatoes - 79% Personal - 90% টোটাল সাইকোলজিক্যাল থ্রিলার, বলা যায় মাইন্ডকে ট্যাশপাতা করে দেয়ার মত একটা মুভি, তবে কেউ এই মুভিতে কিছুই খুজে পাবে না, কেউ জীবনের মিনিং ই পেয়ে যেতে পারে। এই মুভিটি দেখার পর আমি #Dhew#প কে কিছু করশেন জিজ্ঞেস করি। আসলে এই মুভিতে যে স্টোরি ছিলো সেটাই প্রশ্ন আকারে তাকে করি যে দেখি তার সাইকোলজিতে সে কতটুকু নিতে পারে। প্রেসার কতদুর নিতে পারে সেটা দেখার জন্য প্রশ্ন দি, অপশন দি, ব্যাক স্টোরি বলি। বাট এভারেজ আমরা যা ভাবি সেও তার বাহিরে না, উলটা তিনি আরো বেশি ইমোশনাল আর নরম কিসিমের মানুষ। এরকম টাই আশাও করেছিলাম আমি। এই মুভিটিকে বিশেষভাবে অগ্রাধীকার আমি দেব কারন এর ম্যাক্স লেভেলের প্রেসার আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলে এটা মনে হতো জাস্ট একটা টক-শো, আর কিছু না। মুভিটা দেখার আমরা কতটা দুর্বল আমাদের ইমোশনের প্রতি এবং পরিস্থিতিতে কত টা কঠোর হতে পারি। যারা ঠান্ডা সাইকোলজিকাল মুভি লাইক করেন তাদের জন্য এটা সুলতানের বাসমতি কাচ্চি -Shared a Youtube Video ?si=2ZYXYc46Y5XvBTzx 9. Taxi Driver (1976) Imdb - 8.2/10 Rotten Tomatoes - 96% Personal - 100% রবার্ট ডি নিরো আমার সব চেয়ে প্রিয় এক্টরের টপে আছে। তার যতগুলো মুভি দেখেছি কোন টাই আমার খারাপ লাগে নি। টেক্সি ড্রাইভার তার উত্থানের সময়কার একটা মুভি, আমি এতদিন মুভিটা দেখি নি, কেনো দেখি নি জানি না তবে এবার দেখে নিয়েছি। একজন একা মানুষ, রাতে ঘুম হয় না, ভাবলো কাজের প্রেসারে থাকলে ঘুম আসবে কাজ শেষে। হয়ে গেলো রাতের টেক্সি ড্রাইভার। রাতের দুনিয়াটা নতুন করে দেখে নিয়ে মনের মাঝে নতুন কিছু করার চিন্তা আসে। একটা মেয়েকে ভালো ও লেগে যায় তবে ব্যাপার টা এত সহজ হয় না। পথ যখন সব বন্ধ তখন নতুন পথের খোজ করে মানুষ। সেই পথ হয় আলাদা। টেক্সি ড্রাইভার এর মানুষিকতা টা আমাদের প্রায় মানুষের মনের হুবুহু প্রতিচ্ছবি। প্রতিটা মানুষ চায় এভাবে এই কাজ গুলোই করতে বিশেষ করে ছেলে মানুষ। অনেকে পারে অনেকে পারে না। কারণ সবাই সেই টেক্সি ড্রাইভার না। আর কিছু বলব না, যাদের পুরোনো মুভি দেখে অভ্যাস আছে, যারা আসলেই মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ। -Shared a Youtube Video ?si=ZG6vnRvL2Z_Xm43I 10. Sleepers (1996) Imdb - 7.5/10 Rotten Tomatoes - 73% Personal - 90% প্রথমত মুভিটা মুভি বললে ভুল হবে এটা একটা রিয়েল লাইফ স্টোরি, রিয়েল লাইফ হরিবল স্ট্রোরি। জেল অথবা কিশোরদের জন্য রিহেব জেল এরকম কিছু একটা জিনিস যেখানে ১৮ এর নিচের অপরাধীদের বন্দি রাখা হয়। এটার ভিতরে গেলে অনেক বেশি অপরাধ সেখানেই হয়ে থাকে দেখা যাবে। ফিজিক্যালি। এর বেশি কিছু বলব না। ৪ কিশোর তাদের করা এক প্রেংক উলটা পুল্টা হয়াতে ক্রাইমে রূপ নেয়। সেখান থেকেই শুরু। আনার কাছে মুভিটা খুব ভয়ের আর ইমোশনাল ছিলো, যা একজন ছেলেই সব চেয়ে বেশি রিলেট করতে পারবে। আর বন্ধুত্বের এক বিশাল উদাহরণ দেখা যাবে ,৪ জনের বন্ডিং শেষ অবধি থেকে যায়। এটা ভয়ের একারণে বললাম যে এটা রিয়েল লাইফ স্ট্রোরি এন্ড আমার জানা মতে এখনো এসব ক্রাইম হয়ে চলেছে, ভাবলেই গা শিউরে উঠে। বাকিটা নিজে দেখে বুঝে নিবেন আশা করি। -Shared a Youtube Video ?si=Ip4ACoiUH2y9aEeD আজ এতটুকুই, আমি সিরিজ রিভিও টাও এখানে এড করতে চাচ্ছিলাম কিন্ত আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব না, অন্য কোন সপ্তাহতে ৫ টা সিরিজ নিয়ে শর্ট এরকম রিভিউ ব্লগ পোস্ট করব। প্রতিটা মুভিই আমার কাছে ভালো লেগেছে একটা বাদে, তবে এই ১০ এর মাঝেও আরো কিছু মুভি দেখা হয়েছে যা আমার মতে দেখা উচিত তবে সেগুলো রিকমেন্ড আমি করতে পারব না তাই এড করা হলো না। যাই হোক সবাই ভালো থাকবেন, ফ্রি টাইমে মুভি দেখবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ফিল ফ্রি টু ডিসকাস উইথ মি। বিদায় ! ![]() |
6 Comments
157 Views
|